প্রায় ৫০টির ওপর সিসিটিভি ক্যামেরা লাগানো হল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক এলাকায়। ফলে এলাকায় অপরাধ আরও কমবে এমনটাই আশা করা হচ্ছে। জঙ্গিপুর ফাঁড়ির অন্তর্গত সেকেন্দার গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা ঘাট, নবাব জাগির, মিঠিপুর সীমান্তবর্তী এলাকা, লালখানদিয়ার, সহ একাধিক এলাকায় এই নজরদারি চালানো হবে বলেই জানা গিয়েছে।
advertisement
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যেসব এলাকায় এখনও কাঁটাতার নেই, সেসব গ্রামে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সীমান্ত এবং সংলগ্ন গ্রামগুলোতে চলাচলের উপর কড়া নজরদারি চালানো হবে। নিরাপত্তার কারণে ক্যামেরাগুলির অবস্থান প্রকাশ করা হবে না। অতীতে এই জায়গা দিয়েই অনুপ্রবেশ ও অপরাধমূলক কাজের বহু ঘটনা ঘটেছে। তাই সিসিটিভি ক্যামেরার উপর জোর দেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ, তিনি এই সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন। আগামী দিনে এলাকায় অপরাধ কমানো এক প্রধান কাজ। জঙ্গিপুর পুলিশ জেলাতে এখনও পর্যন্ত ৯০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে অপরাধ দমন করার জন্য। এখন সীমান্তবর্তীতে সিসিটিভি বসিয়ে এলাকায় অপরাধের উপর নজরদারি চালানো হবে বলেই পুলিশ জানিয়েছে।