পর্যটকদের ভিড় হতেই হাজারদুয়ারি প্যালেসের সামনে ছবি তুলতে থিক থিক করে ভিড় জমছে নিত্যদিন। সঙ্গে পিকনিকের আয়োজনও চলছে বেশ। প্রচুর বাস, গাড়ি আসে পর্যটকদের। ফেরে সেই পুরনো ছবি ফিরতে শুরু করেছে। ওয়াসিফ মঞ্জিল থেকে ইমামবাড়া- সঙ্গে মুর্শিদাবাদ শহর জুড়ে পর্যটনকেন্দ্র গুলিতে তিল ধারণের জায়গা থাকছে না বর্তমানে। কেউ টাঙ্গায় চেপে কেউ নৌকায় করে ঘুরলেন নবাবি শহর। ইতিহাসের স্মৃতি আঁকড়েই শুরু নতুন বছরের উদযাপনের। মানুষের ঢল নামায় খুশি ব্যবসায়ী থেকে টাঙ্গা চালকরাও। নতুন বছরে পর্যটন শিল্পে নতুন করে আশার দেখল নবাবি শহর।
advertisement
টাঙ্গা চালকরা জানিয়েছেন, পর্যটকের ভিড় ভেঙেছে শহরে। বহুদিন পর এমন ভিড় দেখে ভাল লাগছে। গত কয়েক মাস আমাদের যে কী ভাবে সংসার চলেছে, তা আমরাই জানি। আজ পর্যটনের সঙ্গে যুক্ত সকলের মুখেই হাসি ফুটেছে।’’ মুর্শিদাবাদ সিটি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, ‘‘ বর্তমানে শীতের মরশুমে জমজমাট হাজারদুয়ারী ।ফিরছে পর্যটন ব্যবসা। দৈনন্দিন বর্তমানে ভোর থেকেই একের পর এক পর্যটকদের বাস ঢুকছে। তখনই বুঝতে পারি, অনেক দিন পর এখন বুঝতে পারছি বোধহয় সেই পুরনো ভিড় দেখতে পাব পর্যটন কেন্দ্রগুলিতে। নতুন করে পর্যটন ব্যবসাতেও উন্নতি হচ্ছে ফলে খুশি সকলেই।’’





