বহরমপুর থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১০৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বহরমপুর হেড কোয়ার্টার থেকে জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মঙ্গলবার মোবাইলগুলি নিজ নিজ মালিকের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
জেলাজুড়ে এদিন মোট ৪০৬টি মোবাইল বিভিন্ন থানা থেকে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, অপারেশন প্রয়াসের মাধ্যমে ২০২২-২৩ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৭৬৫৬টি মোবাইল উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মোবাইল চুরি হলে বা হারিয়ে গেলে ইউপিআই অ্যাপগুলি কীভাবে বন্ধ করা যাবে তা নিয়েও সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 04, 2025 8:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অপারেশন প্রয়াসের মাধ্যমে মুর্শিদাবাদ জেলা পুলিশের বড়সড় সাফল্য! ৪০৬টি হারানো মোবাইল উদ্ধার করে ফেরানো হল মালিকদের
