TRENDING:

Murshidabad: বহরমপুরের বুকে ঝাঁ চকচকে সুইমিং পুল! মুখ্যমন্ত্রীর নির্দেশে সাজছে উন্নত পরিকাঠামোয়, আগামী বছরের শুরুতেই চালু পুল

Last Updated:

Murshidabad Swimming Pool: বহরমপুরের বুকে তৈরি হচ্ছে ঝাঁ চকচকে সুইমিং পুল। মঙ্গলবার কাজ পরিদর্শনে এলেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া। সরজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখলেন তিনি। আগামী বছর মার্চে পুল চালু হওয়ার সম্ভাবনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর, মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: দীর্ঘদিন পর সংস্কার করে নতুন রূপে সেজে উঠছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের নব নির্মিত সুইমিং পুল। মঙ্গলবার সুইমিং পুল পরিদর্শনে আসেন জেলাশাসক তথা সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি নীতিন সিংহানিয়া।
বহরমপুরে তৈরি হচ্ছে সুইমিং পুল
বহরমপুরে তৈরি হচ্ছে সুইমিং পুল
advertisement

বিধায়ক নিয়ামত সেখ-সহ সুইমিং অ্যাসোসিয়েশনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে সুইমিং পুল পরিদর্শন করেন জেলাশাসক। সুইমিং পুলের সমস্ত সুবিধা-অসুবিধা সরজমিনে খতিয়ে দেখেন তিনি। সমস্ত রকম উন্নত পরিকাঠামো নিয়ে দ্রুত এই সুইমিং পুল চালু করতে জেলাশাসকের সঙ্গে এদিন আলোচনা হয়েছে বলে জানালেন বিধায়ক নিয়ামত সেখ।

আরও পড়ুনঃ নদিয়ায় প্রথম! সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন, ২৪ লক্ষ টাকার পাইলট প্রজেক্টে রয়েছে আরও একগুচ্ছ সুবিধা

advertisement

সুইমিং পুল তৈরির কাজ প্রায় শেষের পথে

সেরা ভিডিও

আরও দেখুন
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির ফাঁদে কিশোরী, বাবার অ্যাকাউন্ট থেকে উধাও ৪লক্ষ ৯ হাজার টাকা
আরও দেখুন

এদিন জেলাশাসক সাংবাদিকদেরে মুখোমুখি হয়ে জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুর টাউনে একটা সুমিং পুল তৈরি হচ্ছে। ৯৫ শতাংশ কাজ প্রায় শেষ। বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে। নতুন বছরের মার্চ মাস থেকেই এই সুইমিং পুল চালু করার পরিকল্পনা রয়েছে। মুর্শিদাবাদের মানুষ যাতে সুইমিংটি ব্যবহার করতে পারেন তার জন্য দ্রুততার সঙ্গে কাজ চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: বহরমপুরের বুকে ঝাঁ চকচকে সুইমিং পুল! মুখ্যমন্ত্রীর নির্দেশে সাজছে উন্নত পরিকাঠামোয়, আগামী বছরের শুরুতেই চালু পুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল