এবার সেই উদ্দেশে বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী পাচার, স্কুলছুট, মিশন নির্মল বাংলা সহ একাধিক বিষয়ে সচেতনতার প্রচার চালানো হয়।
আরও পড়ুনঃ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রামপুরহাট! হাত-পা উড়ে গেল ২ জনের, অক্সিজেন সিলিন্ডার ফেটে মারাত্মক কাণ্ড
advertisement
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলাশাসক নীতিন সিংহানিয়া, বহরমপুর জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানে হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত, খিদিরপুর গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়।
মুর্শিদাবাদ জেলাকে খুব দ্রুত বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। বাল্যবিবাহ, শিশুশ্রম সহ সমস্ত সামাজিক ব্যাধি নির্মূল করতে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক।
