Birbhum News: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রামপুরহাট! হাত-পা উড়ে গেল ২ জনের, অক্সিজেন সিলিন্ডার ফেটে মারাত্মক কাণ্ড
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Birbhum News: বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে উড়ে যায় একজনের হাত এবং আরেকজনের পা। ভয়াবহ এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, আশেপাশের সমস্ত বাড়ির কাঁচের দরজা-জানলা ভেঙে পড়ে।
বীরভূম, সৌভিক রায়ঃ সকাল সকাল ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বীরভূমের রামপুরহাটে সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ। এর জেরে গুরুতরভাবে আহত হলেন দুই ব্যক্তি। বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল একজনের হাত, আরেকজনের পা। ভয়াবহ এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, আশেপাশের সমস্ত বাড়ির কাঁচের দরজা-জানলা ভেঙে পড়ে।
জাতীয় সড়কের মাড়গ্রাম মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন সকালে গাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার নামাচ্ছিলেন কয়েকজন। সেই সময় ঘটে যায় বিস্ফোরণ। সাতসকালে হাড়হিম করা এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে ফিরেই নিখোঁজ! অশোকনগরের ডোবা থেকে উদ্ধার হল সেই ব্যক্তির পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য
রামপুরহাট থানায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের খবর পৌঁছয়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ প্রশাসন। তাঁরা এসে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। আহত দুই শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কী কারণে এই বিস্ফোরণ হয়েছে ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ওই দু’জন ব্যক্তি ১০০ মিটার দূরে ছিটকে পড়েন। দুমড়ে মুচড়ে যায় অক্সিজেন সিলিন্ডারের মোটা প্লেট। এই ঘটনায় জাতীয় সড়কের ধারে যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Nov 26, 2025 6:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রামপুরহাট! হাত-পা উড়ে গেল ২ জনের, অক্সিজেন সিলিন্ডার ফেটে মারাত্মক কাণ্ড










