North 24 Parganas News: বাংলাদেশ থেকে ফিরেই নিখোঁজ! অশোকনগরের ডোবা থেকে উদ্ধার হল সেই ব্যক্তির পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য

Last Updated:

North 24 Parganas News: এদিন দুপুরে পার্শ্ববর্তী একটি জলাশয় থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রশাসনকে জানান। অশোকনগর থানার পুলিশ এসে ওই ডোবা থেকে পচাগলা দেহটি উদ্ধার করে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অশোকনগর থানা
অশোকনগর থানা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ অশোকনগরে জলাশয় থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ। এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে রহস্য। পাঁচ দিন নিখোঁজ থাকার পর সুমন শঙ্কর রায়চৌধুরীর পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর। তিনি অশোকনগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কেশব পল্লী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত ছয় বছর ধরে শারীরিক অসুস্থতার চিকিৎসার জন্য বাংলাদেশে ছিলেন সুমন। মাত্র পাঁচ দিন আগে অশোকনগরের বাড়িতে ফিরে আসেন তিনি। সেদিনই পাশের একটি বাড়িতে খাওয়াদাওয়া করেন। এরপর থেকে তাঁকে আর দেখা যায়নি বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ সংসারের ঝুটঝামেলা থেকে অনেক দূর! বাঁকুড়ার বৃদ্ধাশ্রমে নিজের মতো করে দিন কাটান বৃদ্ধ-বৃদ্ধারা, নামমাত্র মাসিক খরচে দারুণ বন্দোবস্ত
এদিন দুপুরে পার্শ্ববর্তী একটি জলাশয় থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে বিষয়টি জানান। অশোকনগর থানার পুলিশ এসে ওই ডোবা থেকে পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জলাশয় থেকে উদ্ধার হওয়া মৃতদেহ যে সুমনের, তা প্রতিবেশীরাই শনাক্ত করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁদের দাবি, সুমন দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বাংলাদেশে তাঁর চিকিৎসা চলছিল। কয়েক দিন আগে তাঁর মামা তাঁকে অশোকনগরের বাড়িতে পৌঁছে দেন। দেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাংলাদেশ থেকে ফিরেই নিখোঁজ! অশোকনগরের ডোবা থেকে উদ্ধার হল সেই ব্যক্তির পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য
Next Article
advertisement
‘আমরা ট্যাক্স দিই এই জন্য?’ দিল্লির বিষাক্ত দূষণে নাক–গলার অস্ত্রোপচার ছোট্ট ছেলের, ভেঙে পড়লেন মা!
‘ট্যাক্স দিই এই জন্য?’ দিল্লির বিষাক্ত দূষণে নাক–গলায় অস্ত্রোপচার ছেলের, ভেঙে পড়লেন মা
  • সাক্ষী পাহাওয়ার ছেলের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে চিকিৎসকদের অস্ত্রোপচার করতে হয়.

  • দিল্লি-এনসিআর দূষণের কারণে সাক্ষীর ছেলের শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায়, চিকিৎসায় কাজ হয়নি.

  • দূষণের কারণে ছেলের অ্যাডিনয়েড ও টনসিল স্টেজ-৪ পর্যায়ে পৌঁছে যায়, অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না.

VIEW MORE
advertisement
advertisement