মুর্শিদাবাদের ওই গ্রামের বাসিন্দাদের কথায়, কংক্রিট এবং কাঁচা ছিটেবেড়ার ঘর রয়েছে এলাকায়। অল্প বৃষ্টিতেই ওই এলাকার অধিকাংশ বাড়ির উঠান ঘরের মেঝে রাস্তাঘাট জলমগ্ন হতে শুরু করেছে। তাতেই ওই এলাকায় বসবাসকারী মানুষের কপালে চিন্তার ভাঁজ। ঘরের মেঝে জলমগ্ন হওয়ার ফলে রান্নাবান্না, থাকা খাওয়া, ঘুমানো তক্তোবোস বা কাঠের মাচা ভরসা পরিবারের। জলমগ্ন হতে, পোকামাকড়ের পাশাপাশি বিষধর সাপের উপদ্রব বেড়েছে, তার যে আতঙ্কে দিন গুনছে মানুষ।
advertisement
আরও পড়ুন: সরষে ফুল দেখা শুধু সময়ের অপেক্ষা…! সামনে এল মারাত্মক খারাপ খবর, লঙ্কা, পটল কিনতে ঘাম ঝরবে ক্রেতাদের
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, “এই গ্রামে শতাধিক পরিবারের বসবাস। কিন্তু হঠাৎই একদিনের মুসলধারে বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। পঞ্চায়েতকে জানিয়ে লাভ হয়নি। ফলে বন্যার আগেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েতের সদস্য কাশেম সেখ জানান, এলাকায় নিকাশি নালার সমস্যার জেরেই এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
তন্ময় মন্ডল





