পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিন ডিউটিতে যাওয়ার সময় রাস্তায় বড় গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছটফট করতে থাকলে স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে এসে চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে বহরমপুর নিয়ে যাওয়া হয় সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতা কলকাতা এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরিবারের অন্যতম রোজগেরে পুরুষ ছিলেন শাহাদাত শেখ। কিন্তু দুর্ঘটনায় তার প্রাণ যেতেই ভেঙে পড়েন পরিবার।
advertisement
এই ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে মৃত সিভিক ভলেন্টিয়ার এর বাড়িতে পৌঁছায় মুর্শিদাবাদ ট্রাফিক অ্যাডিশনাল এসপি অনিমেষ রায়, হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী জসিম উদ্দিন শেখ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পুলিশের পক্ষ থেকে মৃত সিভিকের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন, এবং মৃত সিভিকের ভলেন্টিয়ারের স্ত্রীকে সিভিক ভলেন্টিয়ার এর চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে পুলিশ মহল বলে জানা যায়। দেহ ময়না তদন্তের পর শুক্রবার সন্ধ্যায় দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে । গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে কান্নার রোল ।
