TRENDING:

মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনা: উদ্ধার আরও একটি মৃতদেহ, মৃতের সংখ্যা বেড়ে ৪৩

Last Updated:

মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনা: উদ্ধার আরও একটি মৃতদেহ, মৃতের সংখ্যা বেড়ে ৪৩

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দৌলতাবাদ: আশঙ্কাই সত্যি হল ৷ মুর্শিদাবাদের দৌলতাবাদে আজও নদীগর্ভ থেকে মিলল দেহ। মুর্শিদাবাদের দৌলতাবাদে আরও একজনের দেহ উদ্ধার হল। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩। মৃতের নাম ঋষি শর্মা ৷ জলঙ্গির বাসিন্দা এই ব্যক্তিও সোমবার সকালে ওই অভিশপ্ত বাসে চেপে বহরমপুর যাচ্ছিলেন ৷
advertisement

এখনও জলের জলায় দেহ থাকতে পারে বলে অনুমান উদ্ধারকারীদের। আলোর অভাবে রাতে বন্ধ ছিল উদ্ধার কাজ ৷ বুধবার সকাল থেকে শুরু হয়েছে তৃতীয় দিনের তল্লাশি। খুঁজে দেখা হচ্ছে জলের নীচে আর কোনও দেহ রয়েছে কিনা। স্পিড বোটে করে ও ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। দুর্ঘটনাস্থলে রয়েছেন উদ্বিগ্ন পরিজনরা। সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪৩ জনের দেহ উদ্ধার হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মনে করা হচ্ছে, সোমবার, উদ্ধারের সময় দড়ি ছিঁড়ে যাওয়ায়, বাস থেকে দেহ অন্যত্র ছিটকে পড়ে। দেহ ছাড়াও, জুতো ও মোবাইলফোন জলের নীচ থেকে উদ্ধার হয়েছে। শনাক্তকরণের জন্য সেগুলিও সংরক্ষিত রয়েছে। আরও কয়েকটি দেহ নদীগর্ভে এখনও থাকতে পারে বলেও মনে করছেন এনডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা। তাঁদের মতে, নীচে দেহ থাকলে এখন তা ভেসে ওঠার সময় হয়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনা: উদ্ধার আরও একটি মৃতদেহ, মৃতের সংখ্যা বেড়ে ৪৩