TRENDING:

Murshidabad News: বিরল প্রজাতির ৪টি সোনালি লেঙ্গুর উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেফতার ৬

Last Updated:

Murshidabad News: বেলডাঙ্গায় বিরল প্রজাতির সোনালি ল্যাংগুর পাচার রুখল পুলিশ, গ্রেফতার করা হল ছয় জনকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বেলডাঙ্গায় বিরল প্রজাতির সোনালি লেঙ্গুর পাচার রুখল পুলিশ, গ্রেফতার করা হল ছয় জনকে। এছাড়াও দুটি গাড়ি ও চারটি লেঙ্গুর সোনালি বানর উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিরল প্রজাতির সোনালি লেঙ্গুর পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সফলতা পেল বেলডাঙা থানার পুলিশ।
উদ্ধার হওয়া বানর 
উদ্ধার হওয়া বানর 
advertisement

শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবদা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেলডাঙা থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় শিলিগুড়ির দিক থেকে দুটি গাড়ি যাওয়ার সময় ওই গাড়ি দুটিকে সন্দেহ হলে তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালালে ওই গাড়ি থেকে উদ্ধার হয় চারটি মাঝারি আকারের সোনালি লেঙ্গুর বানর। বাজেয়াপ্ত করা হয় গাড়ি দুটি, ওই গাড়িতে থাকা ছয় পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কা কেড়ে নিল ২ বছরের শিশুর প্রাণ! মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদের সাগরদিঘিতে

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিঠু দাস (৩৩), টিটু দাস (২৯), সামিল হোসেন বিশ্বাস (৩৯), রফিকুল মন্ডল (২৯), হাসিবুল মন্ডল (২৫) এবং বিশ্বজিৎ বাগ (২৩)। সবাই নদিয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিরল প্রজাতির লেঙ্গুরগুলো চুরি করে পাচার করার পরিকল্পনা ছিল ধৃতদের। তাদের বিরুদ্ধে বন আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ধৃতদের শনিবার বিচারকের কাছে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বিরল প্রজাতির ৪টি সোনালি লেঙ্গুর উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেফতার ৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল