শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবদা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বেলডাঙা থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় শিলিগুড়ির দিক থেকে দুটি গাড়ি যাওয়ার সময় ওই গাড়ি দুটিকে সন্দেহ হলে তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালালে ওই গাড়ি থেকে উদ্ধার হয় চারটি মাঝারি আকারের সোনালি লেঙ্গুর বানর। বাজেয়াপ্ত করা হয় গাড়ি দুটি, ওই গাড়িতে থাকা ছয় পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কা কেড়ে নিল ২ বছরের শিশুর প্রাণ! মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদের সাগরদিঘিতে
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিঠু দাস (৩৩), টিটু দাস (২৯), সামিল হোসেন বিশ্বাস (৩৯), রফিকুল মন্ডল (২৯), হাসিবুল মন্ডল (২৫) এবং বিশ্বজিৎ বাগ (২৩)। সবাই নদিয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিরল প্রজাতির লেঙ্গুরগুলো চুরি করে পাচার করার পরিকল্পনা ছিল ধৃতদের। তাদের বিরুদ্ধে বন আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধৃতদের শনিবার বিচারকের কাছে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
কৌশিক অধিকারী