বৃদ্ধাকে সাহায্য করতে ভোট দিয়ে দিলেন পোলিং এজেন্ট। মালডোবা স্কুলের ২২৪ নম্বর বুথের ঘটনা। অভিযুক্ত মাসাদুল শেখ তৃণমূল পোলিং এজেন্ট বলে দাবি কংগ্রেসের। যদিও মাসাদুলের দাবি, তিনি সিপিএমের এজেন্ট। পুলিশের বিরুদ্ধের উঠল ভোটারদের মারধরের অভিযোগ। হরিপুরে বুথের কাছে জটলা সরাতে গেলে ভোটারদের সঙ্গে বচসা হয় পুলিশের । সেই সময়েই কয়েকজন ভোটারকে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মারধরে জখম হয় শিশু-সহ তিনজন। দোকান ভাঙচুরেরও অভিযোগ ওঠে।
advertisement
খড়গ্রামে আক্রান্ত কংগ্রেস ব্লক সভাপতি আবদুস সালাম। তাঁকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সুতির মুরালিপুকুরের ৫৮ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের সামনেই এক বৃদ্ধার ভোট দিয়ে দিলেন অন্য এক মহিলা। কংগ্রেসের অভিযোগ, ওই মহিলা তৃণমূলকর্মী। বৃদ্ধাকে নিয়ে বুথে আসেন মহিলা। তারপর তাঁকে বসিয়ে রেখে নিজেই ভোটটা দিয়ে দেন তিনি। মুখে কুলুপ প্রিসাইডিং অফিসারের।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ ও জঙ্গিপুরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিল কমিশন। বেশিরভাগ কেন্দ্রে ছিল কেন্দ্রীয় বাহিনী। সতর্ক ছিল পুলিশও। তবু দিনের শেষে এড়ানো যায়নি অশান্তি।