এই অভিনব প্রযুক্তি দেখতে এলাকায় ভিড় জমছে। ঘটনাটি মুর্শিদাবাদের নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের পিছনে কৃষিজমিতে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অন্যান্য চাষিরাও। তাঁদের মত, “এইভাবে পাখি তাড়ানো গেলে ফসল বাঁচবে, ক্ষতি কমবে। এটা সত্যিই প্রশংসনীয় কৌশল।”
advertisement
জমির মালিক শাহাদাত সেখ জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে এই মাইক লাগানো হয়েছে। সম্পূর্ণ ব্লুটুথ ডিভাইস মাধ্যমে সারাদিন মাইকে বক্সে এই আওয়াজ করা হচ্ছে। আগে মধুপুর মাঠপাড়ায় দেখে আপ্লুত হয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়। আর এই পদ্ধতির ফলে পাখি বসছে না। আগামী দু’সপ্তাহ ধরে এই মাইক বাজানো হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এই মাইকের সাহায্য আওয়াজ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই প্রথম পাখি তাড়ানোর জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আগে পাখি তাড়ানোর জন্য টিন বাজিয়ে পাখি তাড়ানো হত। তবে এখন আর টিন নয়, সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বক্স বাজিয়ে পাখি তাড়ানোর কৌশল অবলম্বন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে পাখি তাড়ানোর এই অভিনব উদ্যোগ এখন নওদা অঞ্চলের কৃষকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু।





