জানা গিয়েছে, বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে একাধিক মৌজা ধানের জমি কোপাই নদীর জলে তলায়। লাগাতার বর্ষণে বৃষ্টিতে বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলা সহ বিভিন্ন এলাকা। অন্যদিকে, একাধিক জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। এবার সেই জল এসে নামল বড়ঞাতে। ফলে সম্প্রতি ধান রোপণ করা হলেও বিঘের পর বিঘা জমি এখন জলের মধ্যে আছে। ফলে আর্থিক ক্ষতির মুখে এখন চাষিরা। ধানের চারা নষ্ট হয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করছেন চাষিরা। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে সব সময় নজরদারি চালানো হচ্ছে বলেই জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: হু হু করে তাপমাত্রার পারদ নামল পাহাড়ে! ঘুরতে যাওয়ার প্ল্যান, দেখে নিন আবহাওয়ার মেগা আপডেট
মুর্শিদাবাদের ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, একটানা ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের কারণে চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এর উপরে নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় স্লুইস গেটও বন্ধ। ফলে চাষের জমির জল বের হতে না পারায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিঘার পর বিঘা জমি জলের তলায়। দ্রুত জমি থেকে জল বের করতে না পারলে খারিফ মরশুমে ধান চাষ করা যাবে না বলে আশঙ্কা করেছেন কৃষকেরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, “বড়ঞার সব থেকে বেশি কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে একাধিক মৌজাতে। আমরা সরজমিনে খতিয়ে দেখছি। যদিও বৃষ্টির কারণেই জলস্তর বৃদ্ধি হয়েছে। রাজ্যে স্তরে রিপোর্ট পাঠানো হয়েছে। আনুমানিক প্রায় সাত হাজার হেক্টর কৃষি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।”