TRENDING:

Murshidabad Accident: দিনেদুপুরে গতির বলি! পরপর সাইকেলে ধাক্কা বেপরোয়া গাড়ির, পিষে গেলেন...! দৌলতাবাদে মর্মান্তিক দুর্ঘটনা

Last Updated:

Murshidabad Accident: মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় মর্মান্তিক পথদুর্ঘটনা। দ্রুত গতির গাড়ি সজোরে ধাক্কা দিল পরপর ৩টি সাইকেলে। পিষে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। গুরুতর আহত বাকি ২ জন। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দৌলতাবাদ থানা এলাকার ছয়ঘরী বরদহ মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যক্তি। আহত হয়েছেন আরও দু’জন পথচারী। মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ কুমার সিং (৩৫)। আহত দু’ জনের নাম সুমন সাহা ও রঞ্জিত মাল।
দৌলতাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনা
দৌলতাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনা
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিনজন সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় মুর্শিদাবাদের ইসলামপুর থেকে বহরমপুরগামী একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে তাদের সাইকেলগুলিতে। ধাক্কায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। সাইকেল আরোহী প্রসেনজিৎ কুমার সিং ঘটনাস্থলেই মারা যান। গুরুতরভাবে আহত হন বাকি দু’জন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত দু’জনকে উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

advertisement

আরও পড়ুনঃ ভাঙা হাতে ভুল প্লাস্টার, পচন ধরে…! সারা জীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়ল ৫ বছরের শিশু, শাস্তির মুখে কাকদ্বীপের নার্সিংহোম

দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়। গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ ঘাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিওয়ালির আগে সস্তায় মিলছে টেরাকোটার আইটেম! কী কী পাওয়া যাচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে জানুন
আরও দেখুন

সূত্রের খবর, তিনজনই ছয়ঘরী পীরতলা মন্ডল পাড়া এলাকার বাসিন্দা। ঘটনায় সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Accident: দিনেদুপুরে গতির বলি! পরপর সাইকেলে ধাক্কা বেপরোয়া গাড়ির, পিষে গেলেন...! দৌলতাবাদে মর্মান্তিক দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল