স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিনজন সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় মুর্শিদাবাদের ইসলামপুর থেকে বহরমপুরগামী একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে তাদের সাইকেলগুলিতে। ধাক্কায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। সাইকেল আরোহী প্রসেনজিৎ কুমার সিং ঘটনাস্থলেই মারা যান। গুরুতরভাবে আহত হন বাকি দু’জন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত দু’জনকে উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
advertisement
দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়। গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ ঘাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সূত্রের খবর, তিনজনই ছয়ঘরী পীরতলা মন্ডল পাড়া এলাকার বাসিন্দা। ঘটনায় সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।