পরিবার সূত্রে জানা গিয়েছে, রোজকার মতন বৃহস্পতিবারও সকালে বাড়ি থেকে বেরিয়ে ইউনিফর্ম পরে নিজের বাইক চালিয়ে বনগাঁ জিআরপি থানার অন্তর্গত হাবড়া জিআরপিতে ডিউটিতে আসবার পথে হঠাৎই অভিজিতের বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে একটি অটো। মাটিতে পড়ে যান বাইক চালক অভিজিৎ। অভিযোগ সেই সময় অটোর ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে অভিজিতের মাথায় এবং বুকে মারতে থাকে। এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে হাত দিয়ে ঠেকাতে গেলে হাতের আঙ্গুল কামড়ে দেয় আক্রমণকারী, এমনই অভিযোগ করেছেন অভিজিত। ঘটনাক সময়েই সিভিক ভলেন্টিয়ারের চিৎকার শুনে দৌড়ে আসেন আশেপাশের বাসিন্দা বেশ কয়েকজন মহিলা। তাদের মারধর করে অটো নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অটোচালক কার্তিক তরফদার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অভিজিতের পরিবারের লোকেরাও। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি গ্রামবাসীদের সহযোগিতায় হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ সরকারকে৷
advertisement