আরও পড়ুন: লোকসভা ভোটের মুখে রাজতন্ত্রের উত্থান! সৈন্যসমন্ত নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন রাজা, দেখুন ভিডিও
বছর ১৪-এর রিনি কাটোয়ার ডিসিসি গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ২০২১-এর নভেম্বর নাগাদ ইউটিউবের একটি জনপ্রিয় মিমিক্রি চ্যানেলের কাজ দেখে অনুপ্রাণিত হয়। এরপর সে তার এই ভয়েস মডিউলেশনের অভ্যাস শুরু করে। ২০২২ নাগাদ সে শুরু করে বিভিন্ন কার্টুন চরিত্রের মিমিক্রি করা। এসব শুনলে কখনওই মনে হবে না এই কিশোরী মিমিক্রি করছে। টেলিভিশনের পর্দায় ফুটে ওঠা কার্টুন চরিত্রগুলির সঙ্গে তার গলার পার্থক্য খুঁজে পাওয়া দুষ্কর।
advertisement
তবে শুধুমাত্র মিমিক্রিই নয়,খুদে এই শিল্পী পারদর্শী বাঁশি, গিটার, কিবোর্ডের মত একের পর এক মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজানোতেও। গানের গলাও নেহাত মন্দ নয় এই শিশু শিল্পীর। একাধিক প্রতিভার অধিকারী পূর্ব বর্ধমান জেলার এই পড়ুয়ার। কম বেশি প্রত্যেকটা বাদ্যযন্ত্রের বিষয়েই তার ভাল দক্ষতা রয়েছে। তবলা হোক বা হারমোনিয়াম, গিটার কিংবা কিবোর্ড সবই সে বাজাতে পারে।
মেয়ের এমন বহুমুখী প্রতিভায় স্বভাবতই খুশি রিনির মা মুন্নি কুণ্ডু। এই প্রসঙ্গে মুন্নিদেবী বলেন, তিনি চান মেয়ে আরও বড় জায়গায় এগিয়ে যাক। মেয়েকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা সহযোগিতা দরকার তিনি করবেন বলে জানান।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রিনির ইচ্ছে সে ভবিষ্যতে ভয়েস ওভার আর্টিস্ট হবে। নিজের গলার স্বরকে হাতিয়ার করে মুম্বইতে ভয়েস ইন্ডাস্ট্রির একজন হতে চায়। ইতিমধ্যেই রিনি তার ভয়েস নিয়ে বেশ কিছু জায়গায় ছোটোখাটো কাজও করছে। স্বভাবতই মাত্র চোদ্দো বছরের কিশোরী এহেন বহুমুখী প্রতিভায় মুগ্ধ শহরবাসী থেকে নেট দুনিয়ার সকলেই।
বনোয়ারীলাল চৌধুরী