কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাঠানো চিঠির নির্দেশ অনুসারে বৃহস্পতিবার থেকেই জেড শ্রেণির নিরাপত্তা পাবেন মুকুল। বিজেপি সূত্রের খবর, ২০ বছর পর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে চলেছেন মুকুল রায়। কৃষ্ণনগর দক্ষিণ থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর, প্রচারে মুকুল রায়ের ওপর হামলার আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেই কারণেই বাড়ানো হচ্ছে তাঁর নিরাপত্তা।
advertisement
বিজেপিতে যোগদানের পর কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া কার্যত রীতিতে পরিণত হয়েছে। বিজেপিতে যোগদান করেই ছোট – বড় – মাঝারি নেতারা আধাসামরিক বাহিনীর নিরাপত্তা পেয়েছেন। বিজেপিতে যোগ দিয়েই জেড শ্রেণির নিরাপত্তা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হতে চলেছে আগামী ২৭ মার্চ। এই পর্বে ৩০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। আট দফার ভোটগ্রহণ পর্ব শেষ হতে চলেছে আগামী ২৯ এপ্রিল। ২ মে ঘোষিত হবে নির্বাচনের ফলাফল। নির্বাচন ঘিরে অশান্তি এড়াতেই পশ্চিমবঙ্গে আট দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।