TRENDING:

Mukhosh Museum: মুখোশের মিউজিয়াম...! যেমন তেমন নয়, হারিয়ে যাওয়া সব মিলবে এক জায়গায়, নজির গড়লেন এই মানুষটি

Last Updated:

Mukhosh Museum: বাঁচিয়ে রাখা ইতিহাসকে, ছবির গ্রাম পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পী বাহাদুর চিত্রকর যা করেছেন, জানলে অবাক হবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বিভিন্ন উৎসব অনুষ্ঠান কিম্বা বিভিন্ন নাচের সময় অথবা জঙ্গলে শিকারের সময় ব্যবহার করা হত বিভিন্ন ধরনের মুখোশ। বিভিন্ন সময়ে শত্রুপক্ষের থেকে বাঁচতে অথবা জঙ্গলে হিংস্র পশুদের থেকে রক্ষা পেতে মুখোশ ব্যবহার করা হত বিভিন্ন জায়গায়। দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলে মুখোশ ভিন্ন ধরনের। শুধু তাই নয় বিভিন্ন এলাকায় ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র বিভিন্ন রকমের দেখতে। তবে কালের বিবর্তনে সভ্যতার উন্নতিতে হারিয়ে যাচ্ছে এই সকল মুখোশ এবং বাদ্যযন্ত্র। এবার শুধু শিল্পীর শিল্পসত্ত্বা নয়, পট শিল্পী বাঁচিয়ে রেখেছেন বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্যকে।
advertisement

ছবির গ্রাম পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামে এলে দেখা মিলবে দেশ ও বিদেশের ব্যবহৃত একাধিক মুখোশ। দেশ ও বিদেশে নিজের সুখ্যাতি বাড়িয়েছে পিংলার পট চিত্রশিল্পী বাহাদুর চিত্রকর। তবে একজন পটচিত্র শিল্পী হিসেবে নয়, একজন সংগ্রাহক হিসেবেও নিজের ব্যাপ্তি ঘটিয়েছেন। তবে শুধু পটচিত্র অঙ্কন নয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন ইতিহাসের নানা জিনিস। তিনি সংগ্রহ করেছেন দেশ ও বিদেশের বহু মুখোশ যা তিনি সাজিয়ে রেখেছেন নিজের তৈরি মিউজিয়ামে।

advertisement

আরও পড়ুন: যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে ব্যবসার পদ্ধতি, আজও এই এলাকার সম্পদ কামাররাই, বাড়িয়ে চলেছে খ্যাতি

রয়েছে সাউথ আফ্রিকা, বাংলাদেশ এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্যবহৃত মুখোশ। রয়েছে বিভিন্ন জায়গার বাদ্যযন্ত্র। পিংলার নয়া গ্রাম বিখ্যাত পট শিল্পের জন্য। এখানে প্রায় শতাধিক পটচিত্রশিল্পী ছবি এঁকে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। তবে বাহাদুর চিত্রকর বিভিন্ন পুরানো জিনিসের মিউজিয়াম তৈরি করেছেন। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে রেখেছেন একাধিক ইতিহাসের জিনিস।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব, অনুষ্ঠান কিংবা গান-বাজনা সঙ্গে ব্যবহৃত হত মুখোশ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছে কখনও পট চিত্রের বিনিময়ে আবার কখনও অর্থ দিয়ে কিনে রেখেছেন। স্বাভাবিকভাবে ইতিহাসকে বাঁচিয়ে রাখা এবং আগামী যুব প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার লক্ষ্য নিয়ে বাহাদুরের এই বিশেষ ভাবনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mukhosh Museum: মুখোশের মিউজিয়াম...! যেমন তেমন নয়, হারিয়ে যাওয়া সব মিলবে এক জায়গায়, নজির গড়লেন এই মানুষটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল