TRENDING:

জল জমায় নরম হয়েছিল মাটি, চোখের নিমেষে ভেঙে পড়ল দোতলা বাড়ি! চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে

Last Updated:

লাগাতার বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি, ধসে পড়ে দোতলা মাটির বাড়ি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনপুর, ঝাড়গ্রাম, রাজু সিংঃ অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বিনপুর ২ ব্লকের লেদাশাল গ্রামে। এখানে বসবাসকারী অধিকাংশ পরিবারেরই মাটির বাড়ি। লাগাতার বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি। যার জেরে ধসে পড়ে দোতলা মাটির বাড়ি। তবে সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি
অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি। প্রতীকী ছবি
advertisement

বাড়ির লোকেদের কথায়, অতিরিক্ত বৃষ্টির জেরে মাটির দেওয়াল স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। এর ফলে দেওয়ালের মাটি ধসতে শুরু করে। নিমেষের মধ্যে গোটা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে যায়। বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে ওই পরিবার।

আরও পড়ুনঃ একটি রাখি, একটি প্রাণ! অভিনব উদ্যোগ ‘এই’ সরকারি স্কুলের পড়ুয়াদের, কুর্নিশ জানাচ্ছেন সকলে

advertisement

ভেঙে পড়া বাড়ির সদস্যরা জানান, আবাস যোজনার তালিকায় তাঁদের নাম নেই। এই মুহূর্তে অন্যের বাড়িতে রয়েছেন। সরকার পাশে দাঁড়ালে তাঁরা হয়তো বাড়ি বানাতে পারবেন। না হলে এভাবেই হয়তো অন্যের দুয়ারে দিনের পর দিন কাটাতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ঝাঁকে, ঝাঁকে ময়ূর...! পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্র নরাহারা ড্যাম, ময়ূর দেখার আদর্শ
আরও দেখুন

জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত বাড়িটি থেকে ইতিমধ্যেই বেশ কিছু জিনিসপত্র বের করা গিয়েছে। তবে এখনও বহু জিনিস ভাঙা বাড়িতেই রয়েছে। আপাতত অন্যের বাড়িতে ঠাঁই নিয়েছে ওই পরিবার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল জমায় নরম হয়েছিল মাটি, চোখের নিমেষে ভেঙে পড়ল দোতলা বাড়ি! চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল