স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরেই মাটির এই বাড়িটি দুর্বল অবস্থায় দাঁড়িয়ে ছিল। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও আবহাওয়ার কারণে মাটি আলগা হয়ে গিয়েছিল বলে মনে করছেন প্রতিবেশীরা। মাঝরাতে হঠাৎ ভেঙে পড়ার শব্দে চারিদিকে হইচই পড়ে যায়। পরিবারের সদস্যরা কোনও রকমে প্রাণে বাঁচলেও মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন তারা। পরিবারের একজন সদস্য জানিয়েছেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম, হঠাৎ প্রচণ্ড শব্দে বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাণে বেঁচে গেছি, এটাই এখন বড় পাওয়া।
advertisement
কিন্তু তাদের মাথা গোঁজার একটুকুও জায়গা রইল না। ভাঙা বাড়ির একদিকে কোনও রকমে আশ্রয় নিয়েছি।”
ঘটনার খবর পেয়ে এলাকায় ভিড় জমায় প্রতিবেশী ও গ্রামবাসীরা। ক্ষতিগ্রস্ত পরিবারকে আপাতত সহযোগিতা করছেন স্থানীয়রা। তবে তাঁদের অভিযোগ, এমন বিপদের সময় প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও রকম সাহায্য মেলেনি। পরিবারটি এখন প্রশাসনের সহযোগিতার অপেক্ষায় দিন গুনছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীদের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে বাড়িঘর মেরামত বা বিকল্প আশ্রয়ের ব্যবস্থা না করলে পরিবারটির পক্ষে খোলা আকাশের নিচে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়বে। একই সঙ্গে এমন মাটির বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি উঠেছে স্থানীয়দের তরফে।