উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের ধান্যকুড়িয়ায় একটি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানের সময় হঠাৎ মঞ্চের নিচে থেকে গান গাওয়া আবদার করেন অনুগামীরা। সেই আবদার না মিটিয়ে ফেরেননি নুসরত। অনুরাগীদের বলেন, “আমি অভিনেত্রী, গায়িকা নই। তবুও তোমাদের জন্য শুরু করছি”, এ কথা বলে গান শুরু করেন।
আরও পড়ুনঃ নিয়ম করে মাত্র ৭ দিন! ওজন কমাবে মৌরি জল! শুধু জানুন বানানো আর খাওয়ার সঠিক পদ্ধতি
advertisement
তাঁর এই গানের সময় হাততালিতে মুখরিত হয়ে ওঠে মঞ্চ চত্বর। পাশাপাশি অভিনেত্রী তথা সংসদের গান পরতে পরতে উপভোগ করেন বসিরহাটের ধান্যকুড়িয়ার এলাকাবাসী থেকে থেকে শুরু করে নবীন ও প্রবীণ বাসিন্দারা। মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা ডিরেক্টর এটিএম আব্দুল্লাহ রনি-সহ একাধিক ব্যক্তিবর্গ। খোলা মঞ্চে এই দৃশ্য দেখে একেবারে আবেগ আপ্লুত হয়ে পড়েন বসিরহাটের ৮ থেকে ৮০ মানুষ।
জুলফিকার মোল্যা