দুর্গাপুর ব্রাদার্স কাপ টুর্নামেন্টে হাজির হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। অনুষ্ঠানে হাজির হয়ে তিনি ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। খেলতে নেমে তিনি বোলারদের পাঠান বাউন্ডারির বাইরে। যা রীতিমত অবাক করে দিয়েছে খেলতে নামা খেলোয়াড় থেকে শুরু করে উদ্যোক্তা সকলকে। আবার টুর্নামেন্টে অংশ নেওয়া সমস্ত খেলোয়াড়দের উৎসাহিত করেছেন তিনি।
advertisement
অনুষ্ঠানে এসে নিজের ক্রিকেট জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংসদ। সেই সময়কালে তাদের মাঠে নেমে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেই বিষয়গুলিও তিনি তুলে ধরেছেন। অন্যদিকে বর্তমান ক্রিকেট কোন দিকে এগিয়ে যাচ্ছে, সেই বিষয়টিও তার কথায় উঠে এসেছে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, “হার-জিত খেলার অংশ। কিন্তু মাঠের চ্যালেঞ্জ খেলোয়াড়রা কিভাবে মোকাবিলা করলেন, কিভাবে তারা চেষ্টা করলেন, দর্শকরা সেটাই মনে রাখেন”।
আরও পড়ুনঃ AUS vs IND: প্রথম টেস্টে তৈরি ভারতের প্রথম একাদশ! সবথেকে বড় চমক করছে অপেক্ষা
অংশগ্রহণ করা সমস্ত খেলোয়াড়দের উৎসাহিত করেছেন বিশ্বকাপ জয়ী দলের প্রাক্তন ক্রিকেটার। বর্ধমান – দুর্গাপুরের সাংসদ বিশেষ মন্ত্র দিয়েছেন তাদের। মাঠে লড়াই করতে নেমে কি কি মনে রাখা উচিত, কোন পথে লড়াই চালাতে হয়, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কেও তাদের পরামর্শ দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদকে এত কাছে অন্যরূপে পেয়ে খুশি খেলোয়াড়রা। কীর্তি আজাদকে এমন রূপে দেখে অবাক হয়েছেন উদ্যোক্তারা। আবার ২২ গজে সাংসদকে পাওয়া গিয়েছে তার নিজের পুরানো রূপে।
নয়ন ঘোষ