সোমবার খড়দহ সদরহাটের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। জানা যাচ্ছে, চারচাকার গাড়িটি তামিলনাড়ুর। এদিন ঘোলা মুড়াগাছার দিক থেকে ব্যারাকপুর দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিল গাড়িটি। সেই সময় চলন্ত গাড়িতে লেগে যায় আগুন। গাড়িতে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে।
আরও পড়ুনঃ ভরসন্ধ্যায় বক্সার জঙ্গলে শুট আউট! গুলিতে ঝাঁঝরা তরুণ তাজা প্রাণ! চাঞ্চল্যকর কাণ্ড আলিপুরদুয়ারে
advertisement
চলন্ত গাড়িতে আগুন লাগতেই তড়িঘড়ি গাড়ি থামিয়ে নেমে পড়েন মালিক এবং চালক। চোখের সামনে পুড়ে খাক গাড়ি। প্রাথমিকভাবে আগুন নেভাতে এসে আহত হন তিনজন। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আছে দমকলের দুটি ইঞ্জিন ও রহড়া থানার পুলিশ। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে। হাইওয়েতে অগ্নিকাণ্ডের ঘটনার খবরে ঘটনাস্থলে ছুটে যান বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা।