TRENDING:

মা ও তরুণী মেয়ে গিয়েছিলেন বারাসাতের ক্লিনিকে, চিকিৎসক রোগ বোঝার অছিলায় যা করল! বিরাট অভিযোগ!

Last Updated:

বারাসাতে চিকিৎসকের বিরুদ্ধে মা ও মেয়ের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। বারাসাত থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিয়াউল আলম, বারাসাত: ফের চিকিৎসালয়ে যৌন হেনস্থার অভিযোগ। বারাসাতের এক নামী বেসরকারি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে মা ও মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই বারাসাত থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ, তদন্ত শুরু করেছে পুলিশ।
মা ও তরুণী মেয়ে গিয়েছিলেন বারাসাতের ক্লিনিকে, চিকিৎসক রোগ বোঝার অছিলায় যা করল! বিরাট অভিযোগ!  (Representative Image: AI Generated) 
মা ও তরুণী মেয়ে গিয়েছিলেন বারাসাতের ক্লিনিকে, চিকিৎসক রোগ বোঝার অছিলায় যা করল! বিরাট অভিযোগ! (Representative Image: AI Generated) 
advertisement

অভিযোগকারিণীর দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এবং তাঁর মা শারীরিক সমস্যার কারণে চিকিৎসার উদ্দেশ্যে যান বারাসাতের ওই বেসরকারি ক্লিনিকে। চিকিৎসার সময়ে প্রথমেই ওই তরুণীকে অশালীনভাবে স্পর্শ করেন চিকিৎসক, এমনটাই অভিযোগ। ঘটনার প্রতিবাদ করে ক্লিনিক থেকে বেরিয়ে আসেন তিনি।

পুরী এক্সপ্রেস থেকে নামলেন ২ যাত্রী, হাতে ইয়া বড় দুটো ব্যাগ! GRP এসে বলল ‘ব্যাগে কী?’ নার্ভাস হয়ে গেলেন দুজনে

advertisement

সাপের নতুন ‘শত্রু’ খুঁজে পেলেন বিজ্ঞানীরা, এবার ঘরের কাছেও ঘেঁষবে না সাপ! করতে হবে শুধু এই ছোট্ট কাজ!

মা ও তরুণী মেয়ে গিয়েছিলেন বারাসাতের ক্লিনিকে, চিকিৎসক রোগ বোঝার অছিলায় যা করল! বিরাট অভিযোগ! (Representative Image: AI Generated)

advertisement

এরপর তাঁর মা যখন চিকিৎসা করাতে ঢোকেন, তখন তিনিও একই ধরনের হেনস্থার শিকার হন বলে দাবি। অভিযোগকারিণীর মায়ের বক্তব্য, বিষয়টি জানাতে গেলে ক্লিনিক কর্তৃপক্ষও কোনও সহানুভূতি দেখায়নি, বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায়, অবশেষে বারাসাত থানায় অরিত্র ভট্টাচার্য নামের ওই চিকিৎসক বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। যদিও এই প্রসঙ্গে চিকিৎসকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, চিকিৎসাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে গোটা ঘটনার সত্যতা যাচাই করা হবে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মা ও তরুণী মেয়ে গিয়েছিলেন বারাসাতের ক্লিনিকে, চিকিৎসক রোগ বোঝার অছিলায় যা করল! বিরাট অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল