অভিযোগকারিণীর দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এবং তাঁর মা শারীরিক সমস্যার কারণে চিকিৎসার উদ্দেশ্যে যান বারাসাতের ওই বেসরকারি ক্লিনিকে। চিকিৎসার সময়ে প্রথমেই ওই তরুণীকে অশালীনভাবে স্পর্শ করেন চিকিৎসক, এমনটাই অভিযোগ। ঘটনার প্রতিবাদ করে ক্লিনিক থেকে বেরিয়ে আসেন তিনি।
advertisement
মা ও তরুণী মেয়ে গিয়েছিলেন বারাসাতের ক্লিনিকে, চিকিৎসক রোগ বোঝার অছিলায় যা করল! বিরাট অভিযোগ! (Representative Image: AI Generated)
এরপর তাঁর মা যখন চিকিৎসা করাতে ঢোকেন, তখন তিনিও একই ধরনের হেনস্থার শিকার হন বলে দাবি। অভিযোগকারিণীর মায়ের বক্তব্য, বিষয়টি জানাতে গেলে ক্লিনিক কর্তৃপক্ষও কোনও সহানুভূতি দেখায়নি, বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায়, অবশেষে বারাসাত থানায় অরিত্র ভট্টাচার্য নামের ওই চিকিৎসক বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। যদিও এই প্রসঙ্গে চিকিৎসকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পুলিশ সূত্রে খবর, চিকিৎসাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে গোটা ঘটনার সত্যতা যাচাই করা হবে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।