TRENDING:

সৎ ছেলে খোঁজ খবর রাখে না...মহকুমা শাসকের কাছে অসহায় মায়ের স্বেচ্ছা মৃত্যুর আবেদন !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: দুর্গাপুরের বেসরকারি কারখানা এবিএল আবাসনের বাসিন্দা ষাট  ছুঁই ছুঁই পূর্ণিমা প্রামাণিকের । স্বামী, দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে ভরা সংসার ছিল পূর্ণিমা দেবীর । তবে পূর্ণিমা দেবী নিমাই বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী । নির্মাল্য নিমাইবাবুর প্রথম পক্ষের স্ত্রীর ছেলে ।
advertisement

ছেলে নির্মাল্য প্রামাণিক ছোট থেকে পড়াশোনায় ভাল ছিল । সেই সুবাদে ভাল চাকরিও জুটিয়ে নেয় । সরকারি অডিট দফতরে । পূর্ণিমা দেবী বড় মেয়ে ও ছেলের বিয়ে দেন বেশ কয়েক বছর আগেই । বিয়ের বছর খানেক পর ছেলে তার স্ত্রীকে নিয়ে চলে যায় কলকাতায় । এরপরেই পূর্ণিমা দেবীর স্বামী নিমাই বাবু অসুস্থ হয়ে পড়েন । তখন ছেলের কাছে হাত পাতলে ছেলে কিছু না দেওয়ায় মহকুমা শাসকের কাছে সাহায্যর আবেদন করেন ।

advertisement

২০১৪ সালে ছেলে নির্মাল্যকে মাসে পাঁচ হাজার টাকা করে মা-বাবাকে রক্ষণাবেক্ষণের জন্য দেওয়ার নির্দেশ দেওয়া হয় । তারপর ছোট মেয়ের বিয়ে ও পূর্ণিমা দেবীর স্বামীর অসুখের জন্য জমানো টাকা সব খরচ হয়ে যায় । ২০১৬ সালের ডিসেম্বরে পূর্ণিমা দেবীর স্বামী মারা যাওয়ার পর ছেলে বাবার শ্রাদ্ধ শান্তি করতে এসে ঝগড়া করে চলে যায় । তারপর আর দুর্গাপুরের দিকে ফিরেও তাকায়নি ।

advertisement

অনেক আবেদন নিবেদন করে ছেলের কাছে সাহায্য পাওয়ার জন্য । কিন্তু কোনো লাভ হয়নি । অবশেষে ১৬ জানুয়ারি আবার মহকুমা শাসকের দফতরে আবেদন করে তিনি ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জানান, ‘‘যেহেতু নির্মাল্য প্রামাণিক সরকারি অফিসার, বিষয়টি নির্মাল্য প্রামাণিকের অফিসেও জানানো হয়েছে । সিনিয়র সিটিজেন্সি ট্রাইব্যুনালে সমস্যার সমাধান করা চেষ্টা করছি । প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । তবে স্বেচ্ছামৃত্যু পথে কোনও ভাবেই যাতে না যেতে হয় সেই ব্যবস্থা করব । নির্মাল্যবাবু ফোনে জানান তিনি এ বিষয়ে কোনও কথা বলবেন না আমাদের সঙ্গে , তিনি সিনিয়র সিটিজেন্সি ট্রাইব্যুনালে যা বলার বলবেন ।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সৎ ছেলে খোঁজ খবর রাখে না...মহকুমা শাসকের কাছে অসহায় মায়ের স্বেচ্ছা মৃত্যুর আবেদন !