TRENDING:

ডাইনিং রুমে পড়ে রয়েছে মা ও দুই মেয়ের নিথর দেহ, কারণ শুনলে হাড়হিম হয়ে যাবে

Last Updated:

আত্মীয়দের দাবি, অতিমারির সময় মৃণালিনী চৌধুরীর স্বামী বিমলাক্ষ চৌধুরী মারা যাওয়ার পর থেকেই প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি  ব্যবহার করা নিয়ে তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন। সেখান থেকেই তারা আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে অনুমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: অনেক ডাকাডাকিতেও সাড়া পাননি আয়া৷ খবর দেন প্রতিবেশীদের৷ প্রতিবেশীরা এসে দেখেন ডাইনিং রুমে পড়ে রয়েছে মা ও দুই মেয়ের দেহ৷ ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে
হাড়হিম করা ঘটনা বর্ধমানে
হাড়হিম করা ঘটনা বর্ধমানে
advertisement

ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে দেহগুলি ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। বিশাল সম্পত্তির মালিক মা ও দুই মেয়ের মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মিলু ওরফে মৃণালিনী মণ্ডল  (৭০),বন্দিতা চৌধুরী (৪০) ও শঙ্খমিতা চৌধুরী( ৩৩) ছাড়া এই বাড়িতে মৃণালিনী চৌধুরীর মা প্রতিভারানি মণ্ডল একসঙ্গেই থাকতেন। প্রতিভারানি মন্ডলকে দেখাশোনার জন্য রুপালি হাজরা নামে একজন আয়া নিয়োগ করা ছিল। প্রতিদিনের মতো তিনি সকালে এসে ডাকাডাকি করার পর কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

মৃতদের আত্মীয়দের দাবি, অতিমারির সময় মৃণালিনী চৌধুরীর স্বামী বিমলাক্ষ চৌধুরী মারা যাওয়ার পর থেকেই প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি  ব্যবহার করা নিয়ে তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন। সেখান থেকেই তারা আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে অনুমান। তবে তাঁরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পেছনে তা দেখা হচ্ছে। বিশাল সম্পত্তি থাকা সত্ত্বেও তাঁরা কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডাইনিং রুমে পড়ে রয়েছে মা ও দুই মেয়ের নিথর দেহ, কারণ শুনলে হাড়হিম হয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল