ফ্রিজে জমে উঠছে বরফের পাহাড়? করুন এই ‘ছোট্ট’ কাজ…! বার বার পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি সহজেই!
দৃষ্টিশক্তি হবে ঈগলের মতো, ‘হার্ট’ থাকবে ভাল! এই সবজি সপ্তাহে একবার খান…মিলবে চমকপ্রদ ফল!
ফাঁদে ধরা পড়েছে ঘুঘু ! অর্থাৎ সকলের চোখকে ফাঁকি দিয়ে পালানো সেই বাইক চোর বাসুদেব মন্ডল ওরফে রাজকুমার। অনেক দিন ধরে পুলিশ তার কিছুতেই নাগাল পাচ্ছিল না।অথচ বাইক চুরির অভিযোগ আসছিল।তার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে।এর আগে পূর্ব বর্ধমান এর কালনা থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়।হুগলির বলাগড়ের একতারপুর পঞ্চায়েতের মাজদিয়া গ্রামের বাসিন্দা রাজকুমার।
advertisement
জবা গাছে ফুল আসে না? ১৫ দিন অন্তর এই ‘কালো’ জিনিস দিন গোড়ায়…! ফুল রাখার জায়গা পাবেন না!
চলতি বছরের মার্চ মাসের দশ তারিখ শেওড়াফুলি স্টেশনে একটি মারামারির ঘটনায় জিআরপি তাকে আটক করে। পরে তার ছবি বিভিন্ন থানায় পাঠালে প্রথমে পূর্ব বর্ধমানের কালনা থানা তাকে হেফাজতে নিয়ে যায়। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, বলাগড় থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ থাকায় গত ১৭ তারিখ তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মোট ছটি বাইক উদ্ধার করেছে পুলিশ। আজ তাকে চুঁচুড়া আদালতে পাঠিয়ে হেফাজতের মেয়াদ বাড়াবে বলাগড় থানার পুলিশ।
রাহী হালদার