আমজনতার কাছে বিমান পরিষেবা পৌঁছে দিতে অন্ডাল বিমানবন্দর তৈরি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু আইনি জটে দীর্ঘদিন এই বিমানবন্দরের পরিষেবায় ভরসা ছিল শুধুই এয়ার ইন্ডিয়া। ২৯ মার্চ অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বেসরকারি বিমান পরিষেবা চালু করছে স্পাইসজেট।
--- গত বছর এপ্রিলে অন্ডাল থেকে বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী হয় স্পাইসজেট
advertisement
--- অন্ডাল থেকে মুম্বই, চেন্নাই যাতায়াতের কথা ভাবা হয়
--- সেপ্টেম্বরে বিমান পরিষেবা চালুর কথা থাকলেও তা হয়নি
--- বোয়িং ম্যাক্স ৭৩৭ বিমান নিষিদ্ধ হওয়ায় সমস্যায় পড়ে স্পাইসজেট
--- ট্রায়াল রানের পরও থমকে যায় পরিষেবা
জট কাটিয়ে অবশেষে দিল্লি-অন্ডাল বিমান পরিষেবা চালু করছে স্পাইসজেট।
শুধু দিল্লিই নয়, বেঙ্গালুরু, বাগডোগরা, গুয়াহাটি যাতায়াতের জন্যও অন্ডাল থেকে বিমান পরিষেবা শুরু করবে স্পাইসজেট।
বিমান পরিষেবা বাড়ায় উৎসাহ পাচ্ছে বাণিজ্যমহল, পর্যটন শিল্পও। রাজ্য সরকার এক সময় দমদম বিমানবন্দরের বিকল্প হিসেবে অন্ডাল বিমানবন্দরকে তুলে ধরতে চেয়েছিল। কেন্দ্রীয় সরকার জানায়, জায়গা কম থাকায় দমদমের বিকল্প অন্ডাল হওয়া সম্ভব নয়। তবে বিমান পরিষেবা বাড়ায় নতুন করে আশা দেখছে অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
