আগামী বেশ কয়েক বছরের মধ্যে ছ’টি লেনের জাতীয় সড়ক হতে পারে খড়গপুর থেকে বালেশ্বরের মধ্যে। চারটি লেন পরিবর্তিত হতে পারে ছয়টি লেনে। এবার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের একাধিক সেতু পরিদর্শন করা হয়। সেতুর নীচে ঢুকে কংক্রিটের এর ক্ষমতা, গার্ডার, বিয়ারিং সহ একাধিক জিনিস খতিয়ে দেখে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে এই রিপোর্ট জমা দেওয়ার পর হতে পারে ছয় লেনের কাজ।
advertisement
কলকাতা থেকে চেন্নাই অভিমুখে প্রতিদিন পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে যাওয়া এই জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করে হাজারও হাজারও গাড়ি। স্বাভাবিকভাবে কখনও গার্ডার বসে যায়, আবার কখনও সেতুগুলি কংক্রিটের হলে বিয়ারিং সহ একাধিক জিনিসের সমস্যা দেখা যায়। তাই যাতে বিভিন্ন দুর্ঘটনা এড়ান যায় এবং ভারী যানবাহন চলাচলে যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণে বিশেষ পর্যালোচনা জাতীয় সড়ক কর্তৃপক্ষের। এই পরীক্ষা চালায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পাশাপাশি এই সড়ক ছয় লেনের হলে যানজট, দুর্ভোগ কমে সহজেই হবে কলকাতা চেন্নাই যাতায়াত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, বেলদা থেকে নারায়ণগড়ের মধ্যে, জাতীয় সড়কের উপর তৈরি হয়েছে আপৎকালীন রানওয়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানাচ্ছে, সেতুগুলির স্বাস্থ্য কেমন রয়েছে তা দেখতেই এই পরীক্ষা নিরীক্ষা। বিশেষ এক কোম্পানির ইঞ্জিনিয়ারদের দিয়ে এই বিশেষ পরীক্ষা করাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আগামীতে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক যাতায়াতে যে বিশেষ ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না।