TRENDING:

Nadia News: যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন?

Last Updated:

Nadia News: আজও তিনি মনে করিয়ে দেন সাবেকি আতিথেয়তা ও মিষ্টি মুখের আনন্দ কেবল খাওয়ায় নয়, তা নিহিত থাকে সম্পর্ক ও আবেগে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: সাবেকি বিজয়ার স্বাদ ধরে রেখেছেন মন্টু কাকা! দুর্গাপুজোর নিরঞ্জন শেষ, চলছে বিজয়াপর্ব। সামনেই লক্ষ্মীপুজো। তবে সময় বদলেছে। একসময় পাড়ায় পাড়ায় বিজয়ার নিমন্ত্রণে ভিড় জমলেও, এখন আর সেভাবে চোখে পড়ে না সেই আবহ। সামাজিক মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা মিললেও, মুখে মিষ্টির সাবেকি স্বাদ অনেকেই পাচ্ছেন না। ব্যস্ত জীবনে অনেক পরিবারের ছোট-বড়রা আজ বঞ্চিত হচ্ছেন বিজয়ার সেই ঐতিহ্যবাহী মিষ্টি মুখ থেকে।
advertisement

তবে শান্তিপুরে এখনও এমন একজন মানুষ আছেন, যিনি বাঙালির সেই পুরনো স্বাদের ধারা ধরে রেখেছেন। শহরের সবুজসংঘ ক্লাবের সামনে প্রতিদিনই ভ্যানে করে বিক্রি হয় নারকোল নাড়ু, তিলের নাড়ু, চিড়ে-মুড়ির মোয়া, বাদাম পাটালি-সহ নানা রকমের লোভনীয় উপাদান। সবকিছুই মাত্র পাঁচ টাকা দরে। ফলে ৭০ থেকে ১০০ টাকায় তৈরি হয়ে যায় দুর্দান্ত একটি বড়সড় মিষ্টি মুখের প্যাকেট, যা একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে অতিথি আপ্যায়নে হয়ে ওঠে অনন্য।

advertisement

আরও পড়ুন-রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো…! ভুলেও দাঁতে কাটবেন না এই খাবার, মা লক্ষ্মী রুষ্ট হলেই ঘোর অমঙ্গল, চরম বিপর্যয়ে জীবন ছারখার

এই উদ্যোগের নেপথ্যে আছেন এক নম্বর কলোনী আলুর মাঠ নিবাসী ৭৫ বছরের মন্টু বিশ্বাস। জীবনের শেষ প্রান্তে পৌঁছেও তিনি তার স্ত্রীকে নিয়ে সৎ ও পরিশ্রমী জীবন অতিবাহিত করছেন। বাঙালির আবেগকে ধরে রেখে তাঁর এই ছোট্ট ব্যবসা আজ স্থানীয় মানুষের গর্বের বিষয়। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে হয়তো কোনও বহুজাতিক অনলাইন সংস্থা এই ধারণাকে আধুনিক মোড়কে উপস্থাপিত করবে। তখন সামাজিক মাধ্যমে ট্রেন্ড হলেও, সেই প্রথম স্বাদ আর আবেগের ভাগীদার হবেন না মন্টু কাকা।

advertisement

View More

আরও পড়ুন-মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় এই ৪ রাশি…! চাকরিতে প্রমোশন, বাড়বে মোটা টাকা বেতন, লক্ষ্মীর আশীর্বাদে উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, আপনার ভাগ্যে কী

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

তবু আজও তিনি মনে করিয়ে দেন সাবেকি আতিথেয়তা ও মিষ্টি মুখের আনন্দ কেবল খাওয়ায় নয়, তা নিহিত থাকে সম্পর্ক ও আবেগে। আর সেই আবেগেই শান্তিপুরের মন্টু কাকা হয়ে উঠেছেন বিজয়ার আসল প্রতীক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল