আরও পড়ুনঃ এ কী কাণ্ড! বাসের ভিতরে হচ্ছেটা কী? ছাতা খুলে কেন বসছেন যাত্রীরা, জানলে চমকে যাবেন, ভাইরাল ভিডিও
এ নিয়ে সাউথ সুন্দরবন ফিশারম্যান ফিশ ওয়ার্কার ইউনিয়নের সম্পাদক হারাধন ময়রা জানিয়েছেন, এই সময় ট্রলি ফিশিং-এ সামুদ্রিক কাঁকড়ার দেখা মিলছে। বঙ্গোপসাগরের মোহানায় সুন্দরবনের যে কাঁকড়া তার স্বাদ অতুলনীয়। সেই কাঁকড়া বিদেশে পাঠানো হয়। এই কাঁকড়া খাঁড়ি এলাকাতে বেশি পাওয়া যায়।
advertisement
তবে, যে কাঁকড়া এখন আসছে এটা গভীর সমুদ্র থেকে আসছে। এই কাঁকড়া বিদেশে না পাঠনো হলেও। এই কাঁকড়া স্থানীয় বাজারে ভাল বিক্রি হয়। দাম সবসময় ওঠানামা করে। ১৫ টাকা থেকে ৫০ টাকা প্রতি কিলোতে বিক্রি হয় এই কাঁকড়া। বর্তমানে ট্রলারগুলি ফেরার পর ইলিশের দেখা না মিললেও। এই কাঁকড়া আসছে বিপুল পরিমাণে। আর যার জেরে কিছুটা হলেও খুশি উপকূলের মৎস্যজীবীরা।
নবাব মল্লিক