জানা গিয়েছে, রিয়েলিটি শোতে চান্স পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে এই টাকা নেওয়া হলেও, প্রতিশ্রুতি মতো রিয়েলিটি শোতে সুযোগ না করে দিতে পারায় থানার দারস্ত হয় ওই পরিবার। ১৫ বছরের মেয়েকে ওই রিয়ালিটি শো-তে সুযোগ করে দেওয়া হবে বলে নানা পরিকল্পনার কথা বলা হয়েছিল। সেই ভরসাতেই পরিবারের তরফ থেকে অতি কষ্টে এই টাকা তুলে দেওয়া হয়।
advertisement
এরপরই কথার খেলাপ হলে, গোটা বিষয়টি জানিয়ে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করে পরিবার। গোটা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপে একটি চেক ইস্যু করে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, সেই চেক বাউন্স খায়।
এরপর এদিন পুলিশ ঘোলা থানা এলাকার বাসিন্দা অরিজিৎ দত্তকে গ্রেফতার করে আদালতে পেশ করে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রিয়েলিটি শোতে সুযোগ করে দেওয়ার নাম করে এ ধরনের টাকা চাওয়ার ঘটনায় সচেতনতা প্রচার করা হলেও তাতে এখনও অনেক অভিভাবকই কান দেন না। এবার হোন সতর্ক।
Rudra Narayan Roy