TRENDING:

ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক...ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায়

Last Updated:

তিনটি বাইক-সহ ৬ ছিনতাই বাজকে গ্রেফতার করল দাসপুর থানার পুলিশ। উদ্ধার ৩ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা: তিনটি বাইক-সহ ৬ ছিনতাই বাজকে গ্রেফতার করল দাসপুর থানার পুলিশ। উদ্ধার ৩ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা। এক লাখে অতিরিক্ত মিলবে ১০ হাজার টাকা। ফোনেই এসেছিল এই অফার। অফার কনফার্ম করতে দেখাও করেছিল দুই বন্ধু।
ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক...ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায়  Image AI
ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক...ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায় Image AI
advertisement

দাসপুর থানার নাড়াজোলের সেই আমডাংরার মাঠেই ২৫ শে জুলাই শুক্রবার বেলা আড়াইটা, টাকা বাড়তে নগদ প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন দুই বন্ধু। অভিযোগ, হঠাৎই ৩ বাইকে ৬ জন এসে দুই বন্ধুকে মারধর করে সেই টাকা ছিনতাই করে পালায়।

আরও পড়ুন: বর্ষায় ছাদ, দেওয়াল, বারান্দায় জমে যাচ্ছে শ‍্যাওলা, মস? ২ উপায়ে কয়েক মিনিটে গায়েব সবুজ আস্তরণ, কিনতে হবে না, ঘরেই মজুদ ব্রহ্মাস্ত্র

advertisement

দুই বন্ধু হলেন সুদীপ পাল ও শুভেন্দু দন্ডপাট। বাড়ি চন্দ্রকোনা থানার খামারগেড়িয়া গ্রামে। টাকাগুলো সুদীপেরই। সুদীপ জানিয়েছেন দিনচারেক আগে ফোনে আলাপ। ১ লাখ টাকার লেনদেনে ১০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার কথা বলেছিল অচেনা এক জন।

সেই কথা শুনে প্রথমে দেখা করেন পরে টাকা নিয়েই হাজির হয়েছিলেন সুদীপ। আর সেই টাকাই ছিনতাই। ঘটনা এখানেই শেষ নয়। সুদীপ পৌঁছে যান দাসপুর থানায়। পুলিশের তৎপরতায় শুক্রবারের বিকেল থেকেই দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারির নেতৃত্বে অন্যান্য অফিসাররা সারা এলাকায় লাগাতার অভিযান চালাতে থাকেন।

advertisement

আরও পড়ুন: অ‍্যাম্বুল‍্যান্সে তরুণীকে গণধর্ষণ! হোম গার্ড পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হওয়ার পরেই…বিহারে নৃশংস কাণ্ডে গ্রেফতার ২

শুক্রবার রাতেই ছিনতাই এর ঘটনায় ৩টি বাইক-সহ ৬ জন গ্রেফতার। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৩ লক্ষ ৭৫ হাজার ৪০০ নগদ টাকা। শনিবার ধৃতদের আদালতে তোলা হচ্ছে। ধৃতরা হলেন সুজয় দাস বাড়ি কুঞ্জপুর কল্মীজোড়, জয়ন্ত মান্না সালামপুর,বিমল মন্ডল ব্রহ্মণবসান,উৎপল সেনাপতি,কাদিলপুর সন্তু কালসার নাড়াজোল,বলরাম দাস ডিহিপলসা। দাসপুর পুলিশের বড় সাফল্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফোনেই এসেছিল এই অফার! বেলা আড়াইটা, ৪ লক্ষ টাকা নিয়ে মাঠে গেলেন দুই বন্ধু, হঠাত্‍ ছুটে বাইক...ভয়ঙ্কর কাণ্ড চন্দ্রকোনায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল