চলতি মাসের ১৭ তারিখ বিধাননগর সাইবার ক্রাইম থানায় ব্রিজেশ ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করেন বিদেশি কোম্পানিতে বিনিয়োগের নামে তাঁর থেকে এক কোটি ৭১ লক্ষ ৬২ হাজার ৫৬৯ টাকা জালিয়াতি করে শেখ মোহাম্মদ নামে এক ব্যক্তি। এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৯(২)/৩১৮(২)/৩১৬(২)/৬১(২)/১১১(৪)/১১১(6) ধারায় মামলা রুজু হয়।
advertisement
বিনিয়োগের সমস্ত নথি সংগ্রহ করে ঘটনার তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। ঘটনার তদন্তকারী অফিসার পার্থ মিস্ত্রি অভিযুক্ত শেখ মোহাম্মদকে ১৩১/১ ডায়মন্ড হারবার রোড থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে পাওয়া রাবারের স্ট্যাম্প, উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর কপি, ট্রেড লাইসেন্স সার্টিফিকেটের কপি, দুটি মোবাইল ফোন ও অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুন: চাকরিরতদের জন্য বিরাট সুযোগ যাদবপুরে, ইঞ্জিনিয়ারিং পড়া যাবে খুব কম খরচে! আসন সংখ্যা ১৬২
এর আগে এই ধরনের ঘটনা অন্য কারও সঙ্গে ঘটেছিল কিনা, কীভাবে চলত এই প্রতারণার কাজ তদন্তে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
Subha Dhali