TRENDING:

Modern Health Facility: আর ছুটতে হবে না দুর্গাপুরে, আসানসোলেই এবার উন্নত চিকিৎসা

Last Updated:

Modern Health Facility: আসানসোলের বুকে পথ চলা শুরু করল একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। যেখানে সমস্তরকম অত্যাধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা পাওয়া যাবে। রোগীদের উন্নতমানের চিকিৎসা দিতে আনা হয়েছে নতুন ধরনের বিভিন্ন যন্ত্রপাতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: আসানসোল শহরের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত। দীর্ঘদিনের অভাব অভিযোগের নিষ্পত্তি। এবার বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এখানে। আসানসোলের মানুষকে আর অত্যাধুনিক চিকিৎসা করানোর জন্য দুর্গাপুর ছুটে আসতে হবে না। একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের হাত ধরে আসানসোলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। যার ফলে এবার থেকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন শহরের মানুষ।
advertisement

প্রসঙ্গত, আসানসোলের বুকে পথ চলা শুরু করল একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। যেখানে সমস্তরকম অত্যাধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা পাওয়া যাবে। রোগীদের উন্নতমানের চিকিৎসা দিতে আনা হয়েছে নতুন ধরনের বিভিন্ন যন্ত্রপাতি। যার ফলে রোগ নির্ণয় করতে চিকিৎসকদের যেমন সুবিধা হবে, তেমনভাবেই অনেক সুবিধা হবে রোগীদের। তাছাড়াও চিকিৎসা পরিষেবার খরচ যাতে সবার সাধ্যের মধ্যে থাকে সেদিকেও বিশেষ নজর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।

advertisement

আর‌ও পড়ুন: এই জেলায় আজও পয়লা বৈশাখে মহাসমারোহে হয় হালখাতা পুজো

প্রসঙ্গত, আসানসোলের নতুন এই সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে একাধিক উন্নত পরিষেবা পাওয়ার সুযোগ। শহরের সৃষ্টি নগর এলাকায় তৈরি করা হয়েছে ৫৫০ বেডের এই হাসপাতালটি। যার মধ্যে ১৭৫ টি বেড থাকছে আইসিইউ-এর জন্য। খুব স্বাভাবিকভাবেই বলা যায় এই হাসপাতালে সঙ্কটজনক রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সবরকম ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি এই হাসপাতালে থাকছে ১৪ টি অপারেশন থিয়েটার।

advertisement

View More

এই বিষয়ে হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন, এই হাসপাতালে থাকছে ডিজিটাল সিটি স্ক্যানের ব্যবস্থা। যা অনেক বেশি উন্নত হবে। থাকছে ডিজিটাল এমআরআই। যার ফলে এমআরআই করতে সময় কম লাগবে। এমআরআই করতে গিয়ে রোগীদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাছাড়াও রোবটিক সার্জারির জন্য এই হাসপাতালে থাকছে একটি রোবটিক অপারেশন থিয়েটার। সবমিলিয়ে আসানসোলের এই নতুন হাসপাতাল জেলা তথা রাজ্যের মানুষকে উন্নততর চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সবরকমভাবে প্রস্তুত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নয়ন ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Modern Health Facility: আর ছুটতে হবে না দুর্গাপুরে, আসানসোলেই এবার উন্নত চিকিৎসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল