ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য এসে খুদে পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। কীভাবে মোবাইলের সাহায্যে তৈরি করা যাবে সিনেমা, তা-ও শেখাচ্ছেন। কলকাতার ফিল্ম ইনস্টিটিউট রূপকলা কেন্দ্রের সহযোগিতায় শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে প্রশিক্ষণ।
প্রসঙ্গত, মাস কয়েক আগেই শিশুদের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল চন্দননগর রবীন্দ্রভবনে। সেখানেই মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছিলেন চন্দননগরের ছেলেমেয়েদের সিনেমার প্রতি যে উৎসাহ, সেই কারণে তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। তারপরেই রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চন্দননগরের শুরু হয়েছে ছোটদের হাতে কলমে সিনেমা তৈরি প্রশিক্ষণ শিবির।
advertisement
চন্দননগর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বর্ণালী দাস জানান, শিশু-কিশোর অ্যাকাডেমির উদ্যোগে শুরু হয়েছে এই মোবাইল ফোনে সিনেমা তৈরির হাতে কলমে প্রশিক্ষণ। কলকাতার রূপকলা কেন্দ্রে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী ইন্টারভিউ দিয়েছিল। তাদের মধ্যে থেকে ২০ জন বাছাই করাদের নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ। তাদের তৈরি সিনেমা দেখানো হবে নন্দনের চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে। এরই দ্বিতীয় পর্যায়ে চলছে চন্দননগরে। এখানেও ছোটদের হাতে কলমে সিনেমার প্রশিক্ষণ দেওয়া চলছে। এখান থেকেও ছেলেরমেয়েরা যে সিনেমা তৈরি করবেন, তা প্রিমিয়ার করা হবে আগামী ফিল্ম ফেস্টিভ্যালে।
প্রদীপ্ত ভট্টাচার্যের কথায়, বিদেশে মোবাইলেই বড় বড় সিনেমা তৈরি করা হয়। বর্তমান যুগে মোবাইল নিয়ে অনেকেই অনেক কনটেন্ট তৈরি করছে। তাঁদেরই যদি একটু প্রথম থেকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে এই সব বাচ্চাদের মধ্যে থেকেই এমন অনেকে বেরিয়ে আসবে. যারা আগামী দিনে সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্র হবে।
রাহী হালদার