জানা গিয়েছে, দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের উপরে দিঘা থেকে কলকাতাগামী দ্রুত গতির সরকারি বাসের সঙ্গে সংঘর্ষের জেরে টোটোর দুই যাত্রীর মৃত্যু হয়৷ পুলিশের চেকিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা৷ পুলিশের বিরুদ্ধে তোলা তোলার অভিযোগও করেছে জনতা৷
আরও পড়ুন: প্রেস্টিজ ফাইটে কাঁথি দখল তৃণমূলের, এগরায় হাড্ডাহাড্ডি লড়াই
advertisement
ঘটনার পর পথ অবরোধ শুরু করে জনতা৷ পুলিশ অবরোধ তুলতে গেলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ পুলিশের গাড়ি রাস্তার পাশে নয়ানজুলিতে ফেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুলিশকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যস্ত এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে৷ অভিযোগ, পুলিশকর্মীরা নিয়মিত লরি, গাড়ি আটকে তোলা আদায় করেন৷ তারই জেরে ঘটছে অধিকাংশ দুর্ঘটনা৷ বার বার এ নিয়ে অভিযোগ জানালেও জেলা পুলিশ বিষয়টি নিয়ে উদাসীন বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা৷
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের পদস্থ কর্তারা৷ অভিযোগ খতিয়ে দেখে দুর্ঘটনা আটকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাঁরা৷ এর পরই অবরোধ ওঠে৷