সম্প্রতি দেখা গেল, বহডু, জয়নগরে মোয়ার দোকানের সামনে ঢেলে বিক্রি হচ্ছে মাটির হাঁড়ি। মাপের উপর নির্ভর করে দাম ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত। এক মোয়া ব্যবসায়ী বলেন, এক কিলোর হাঁড়ির দাম ৩০ টাকা। আবার দু’কিলো হাঁড়ির দাম ৫০ টাকা। তবে হাঁড়ি কিনে তা রং করে সাজিয়ে তুলতে খরচ পড়বে ৮০ টাকা। এই প্যাকেজিংটা করতেই কিছুটা সময় লেগে যাচ্ছে। আসলে অনেক ক্রেতা কাউকে উপহার দেওয়ার জন্য এভাবে হাঁড়ি করে মোয়া কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া কেউ আলাদা করে অর্ডার করলেও স্পেশাল মোয়ার হাঁড়ি বানিয়ে দেওয়া হয়। আর বিয়ে বাড়ির তত্ত্ব সাজাতেও মাটির হাঁড়ির মোয়া যাচ্ছে। অন্য মোয়া ব্যবসায়ী বলেন, মাটির হাঁড়ির ভালই চাহিদা তৈরি হয়েছে। এক কিলোর মাটির হাঁড়ি রং করে প্যাকেজিং করতে ১০০ টাকা খরচ হয়ে যায়। এই এক কিলো হাঁড়িতে ভালো মোয়া কিনতে ৬০০ টাকা লেগে যাবে। হাঁড়ি ভর্তি মোয়া সাতদিন ভালো থেকে যায়। পাশাপাশি, গন্ধও খুব ভালো থাকে। এই হাঁড়ি ভর্তি মোয়াই জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।
advertisement