TRENDING:

South 24 Parganas News: হঠাৎ আসা  ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত রায়দিঘি! তছনছ গোটা গ্রাম

Last Updated:

হঠাৎ আসা ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত রায়দিঘির কুমড়োপাড়া। এই ঝড়ে প্রায় ৫০ টির মত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি: হঠাৎ আসা ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত রায়দিঘির কুমড়োপাড়া। এই ঝড়ে প্রায় ৫০ টির মত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গিয়েছে ঘরের ছাউনি,ভেঙে পড়েছে গাছ,বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা‌। ঘটনার সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষজন সেসময় খুব একটা বাইরে ছিলেন না। ঝড় খুব ক্ষণস্থায়ী হয়। কয়েকমিনিটের ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
advertisement

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন রায়দিঘির বিধায়ক ড:অলক জলদাতা। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জরুরি ভিত্তিতে ত্রিপলসহ ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে এলাকায়। এ নিয়ে স্থানীয় বাসিন্দা শংকর মন্ডল জানান, বৃষ্টি চলছিল। এরপর হঠাৎ ঝড় শুরু হয়, কিছু বুঝে ওঠার আগেই উড়ে যায় ঘরের ছাউনি। পালানোর চেষ্টা করার আগেই সবকিছু ভেঙে পড়তে শুরু করে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আরও পড়ুন: এই ছিল, মুহূর্তেই সব শেষ! বকখালির উত্তাল সমুদ্রে পর্যটকের কী ভয়ঙ্কর অবস্থা! করা গেল না কিছুই

View More

এই ঘটনায় শ্রাবন্তী মন্ডল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ঘরের মধ্যে ছিলেন তিনি। ঝড় আসতেই বাইরে বের হওয়ার চেষ্টা করেন। ততক্ষণে ঘরের ছাউনি উড়ে যায়। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠছেন অনেকেই। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন। চলছে রাস্তা থেকে গাছ সরিয়ে ফেলার কাজ। ঘটনার পর বিডিও ও এসডিও অফিস এবং জেলাশাসকের দফতর থেকেও খোঁজ নেওয়া হচ্ছে একাধিকবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উঠতি দাবাড়ুদের জন্য দারুণ মঞ্চ! পুরুলিয়ায় জমাটি দাবা প্রতিযোগিতার আয়োজন
আরও দেখুন

নবাব মল্লিক 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হঠাৎ আসা  ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত রায়দিঘি! তছনছ গোটা গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল