ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন রায়দিঘির বিধায়ক ড:অলক জলদাতা। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জরুরি ভিত্তিতে ত্রিপলসহ ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে এলাকায়। এ নিয়ে স্থানীয় বাসিন্দা শংকর মন্ডল জানান, বৃষ্টি চলছিল। এরপর হঠাৎ ঝড় শুরু হয়, কিছু বুঝে ওঠার আগেই উড়ে যায় ঘরের ছাউনি। পালানোর চেষ্টা করার আগেই সবকিছু ভেঙে পড়তে শুরু করে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এই ঘটনায় শ্রাবন্তী মন্ডল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ঘরের মধ্যে ছিলেন তিনি। ঝড় আসতেই বাইরে বের হওয়ার চেষ্টা করেন। ততক্ষণে ঘরের ছাউনি উড়ে যায়। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠছেন অনেকেই। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন। চলছে রাস্তা থেকে গাছ সরিয়ে ফেলার কাজ। ঘটনার পর বিডিও ও এসডিও অফিস এবং জেলাশাসকের দফতর থেকেও খোঁজ নেওয়া হচ্ছে একাধিকবার।
নবাব মল্লিক