আজই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হওয়ার কথা৷ তার আগে বিপ্লববাবুকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠানোয় সুখবরের আভাস পেয়ে গিয়েছেন বিধায়কের অনুগামীরা৷ তাঁদের ধারণা, মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন প্রবীণ এই নেতা৷
আরও পড়ুন: দিলীপকে বাড়ি গিয়ে জন্মদিনের শুভেচ্ছা শুভেন্দুর, শাহি সাক্ষাতের পরই বিশেষ বার্তা
পরিচিত পোশাক পরে, অর্থাৎ পরনে সাদা ধুতি পাঞ্জাবি পরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন কোলাঘাটের বাসিন্দা, বর্ষীয়ান রাজনীতিবিদ এই বিধায়ক।
advertisement
বিধায়ক বিপ্লব রায় চৌধুরী ক্ষুদ্র কুটির শিল্প নিগমের চেয়ারম্যান পদে আছেন। দীর্ঘদিনের রাজনীতিবিদ। চার বারের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী প্রথমবার বিধায়ক হয়েছিলেন ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে। তারপর থেকে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন তিনি। তাঁর হাত ধরেই তৃণমূলে যোগদান এবং প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসে আছেন।
২০০১ এবং ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক হন বিপ্লব রায় চৌধুরী। ২০১৬ সালে সিপিএমের কাছে হারতে হয়। যদিও অনুগত এই নেতার প্রতি তৃণমূলনেত্রীর আস্থা অটুট ছিল৷ ফলে ২০২১ সালে ফের তাঁকে টিকিট দেয় দল৷ ২০২১ সালে ভোটে জিতে ফের বিধায়ক হন বিপ্লব। এবার আরও বড় দায়িত্ব৷ এই খবরে বিধায়কের পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, বন্ধুরাও খুবই খুশি৷
এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা থেকে দু' জন মন্ত্রী রয়েছেন৷ তাঁরা হলেন সৌমেন মহাপাত্র এবং অখিল গিরি৷ ওই জেলা থেকেই বিপ্লব রায়চৌধুরী মন্ত্রিসভায় জায়গা পেলে সৌমেন মহাপাত্র বা অখিল গিরি বাদ পড়েন কি না, তা নিয়েও জোরদার চর্চা শুরু হয়েছে৷