বগুলা আইটিআই কলেজ মাঠ সংলগ্ন এলাকা থেকে নদিয়ার নোনাগঞ্জ মোড় পর্যন্ত রোড শো করবেন 'মহাগুরু'। রোড শো শেষে জনসভা এবং তারপর নদিয়া সংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক রয়েছে মিঠুন চক্রবর্তীর। মঙ্গলবার রানাঘাটে রাত্রিবাস করার পর আগামিকাল বুধবার, তেহট্টর হাউলিয়া মোড় থেকে জিতপুর পর্যন্ত রোড শো শেষ করে জনসভা এবং তারপর জেলা নেতৃত্বের সঙ্গে সংগঠনিক বৈঠকের মাধ্যমে দু’দিনের নদিয়া জেলা সফর শেষ করবেন মিঠুন।
advertisement
আরও পড়ুন- নতুন ছবি এলেই গাড়ি সেজে ওঠে সেই থিমে! 'বিশাহরুখ' আর রুচিই দেশের জবরা ফ্যান কাপল!
মিঠুনের দু’দিনের জেলা সফরে তার সর্বক্ষণের সঙ্গী থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে গত নভেম্বর মাসের পর ফের রাজ্য সফরে এসে বিভিন্ন জেলা সফরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মিঠুন চক্রবর্তীর অংশগ্রহণের মাধ্যমে বঙ্গ বিজেপি মহাগুরুর বাংলা ও বাঙালির আবেগকেই পঞ্চায়েত ভোটে কাজে লাগাতে চাইছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট এখনও প্রকাশ না হলেও শাসক-বিরোধী দুই শিবিরই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নেমে পড়েছে রাজনীতির ময়দানে।
আরও পড়ুন- কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়ল, আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
একদিকে জনসংযোগ আর অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে আবাস-সহ একাধিক দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে পদ্ম শিবির। এবার মিঠুনকে সামনে রেখে একদিকে জনসংযোগ আর অন্যদিকে জেলা স্তরের নেতাদের সঙ্গে বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়াস শেষ পর্যন্ত কতটা কাজে লাগে গেরুয়া শিবিরের তার উত্তর দেবে সময়ই।