দল থেকে আলাদা হয়ে পড়ায় তারা সমুদ্রের বুকে একা হয়ে পড়ে। এদিকে মাঝির উপস্থিত বুদ্ধির জোরে এই যাত্রায় উদ্ধার পায় তারা। হাওয়ার দিকে ত্রিপল টাঙিয়ে সেটিকে পাল হিসাবে ব্যবহার করে তারা। ফলে পুরনো দিনের মতো পালে হাওয়া লাগিয়ে ট্রলারটি ঘাটে ফিরতে সক্ষম হয়। ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবী সকলেই সুস্থ রয়েছেন।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি! নিকষ অন্ধকারে ছেয়ে আকাশ, মুহুর্মুহু বজ্রপাত, গৌড়বঙ্গের আবহাওয়ায় বড় বদল
বঙ্গোপসাগরে বাঘের চরের কাছে এম ভি মাতৃ আশিষ নামের ট্রলারটির যখন ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল সেই সময় যোগাযোগ রক্ষার জন্য স্যাটেলাইট সিস্টেম ফ্রিকোয়েন্সি সিগন্যালও খারাপ হয়ে গিয়েছিল। পরে উপকূল রক্ষীবাহিনী এবং স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় ট্রলারটির খোঁজ মেলে। শুক্রবার রাতেই ট্রলারটির ফেরানোর ব্যবস্থা করা হয়। শনিবার সকালেই ট্রলারটি ঘাটে এসেছে। ফলে খুশি সকল মৎস্যজীবীই।
নবাব মল্লিক