TRENDING:

খুঁজে পাওয়া যাচ্ছে না! তৃণমূল-বিজেপির দুই তারকা জনপ্রতিনিধির 'নিখোঁজ' পোস্টার আসানসোলে

Last Updated:

আসানসোলের সাংসদের পর আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নিখোঁজ পোস্টার পড়ে এলাকায়। শুক্রবার এমনই ছবি দেখা যায়  আসানসোলের গোপালপুর সংলগ্ন ফ্লাওয়ার মিলের রাস্তায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:    শাসকদলের সাংসদ আর বিরোধী দলের বিধায়ক 'নিখোঁজ' পোস্টারে অভিযোগ পালটা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। শাসক তৃণমূল কংগ্রেসের বক্তব্য,' ওনাকে সব জায়গাতেই দেখা যায়, শুধু নিজের কেন্দ্রেই দেখা পাওয়া যায় না। তাই পোস্টার পড়া স্বাভাবিক। অন্যদিকে গেরুয়া শিবিরের বক্তব্য,' আগামী নির্বাচনে 'বিহারীবাবু'কে বিহারেই পাঠিয়ে দেব'। আসানসোলের সাংসদের পর আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নিখোঁজ পোস্টার পড়ে এলাকায়। শুক্রবার এমনই ছবি দেখা যায়  আসানসোলের গোপালপুর সংলগ্ন ফ্লাওয়ার মিলের রাস্তায়।
Missing poster about Agnimitra Paul and Satrughna Sinha
Missing poster about Agnimitra Paul and Satrughna Sinha
advertisement

পোস্টারকে কেন্দ্র করে স্বভাবতই শোরগোল পড়ে এলাকায়৷ পোস্টারে লেখা রয়েছে, 'অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভায় নিখোঁজ রয়েছেন। খুঁজলেও পাওয়া যায় না। যে খুঁজে দেবে ভগবান সূর্যদেবের আশীর্বাদ পাবে।' অগ্নিমিত্রা পালের আগে অবশ্য আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নামেও কুলটি এলাকায় গতকাল একই ধরনের পোস্টার দেখা গিয়েছিল৷

আরও পড়ুন -  T20 WC: ভাই-ভাইয়ে প্রেম! বিরাট ও সূর্যের ইনস্টাগ্রাম ভালবাসা সুপার ভাইরাল

advertisement

সেই পোস্টারেও অভিযোগ করা হয়েছিল, আসানসোলের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ 'বিহারীদের ছট পুজোর সময় বিহারী বাবুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না', এমন কটাক্ষও ছিল সেই পোস্টারে৷ সাংসদের নামে পোস্টার পড়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই পোস্টার পড়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে৷ অগ্নিমিত্রা পাল নিজে অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ৷ তাঁর জবাব, 'যাঁরা এসব করছেন একটু খোঁজখবর নিয়ে করুন৷'

advertisement

আরও পড়ুন -  Healthy Lifestyle Tips: কোন অন্তর্বাস কখন পরবেন, কতক্ষণ পরবেন! আদৌ পরবেন কী, রইল টিপস

তৃণমূল নেতাদের অবশ্য দাবি, বিজেপি-র গোষ্ঠী কোন্দলের জেরেই এমন পোস্টার পড়েছে৷ পোস্টার যুদ্ধ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। শাসক দলের তরফে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বললেন,' আমাদের সাংসদ নিয়মিত যোগাযোগ রাখেন। পরিষেবা দেন। সেখানে সস্তার রাজনীতি করতেই পোস্টার দিয়েছে বিরোধীরা। অগ্নিমিত্রাকেই দেখা যায় না কোথাও। নিজের এলাকা ছাড়া সব জায়গায় তিনি আছেন।'

advertisement

আর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ' আমরা ভোটের সময়ই বলেছিলাম যে জেতার পর ওনার টিকি খৢঁজে পাওয়া যাবে না। 'বিহারীবাবু'কে আগামী নির্বাচনে আমরা বিহারেই পাঠিয়ে দেব।’ তবে অগ্নিমিত্রাকে যে আসানসোলে দেখতে পাওয়া যায় না সেই অভিযোগ উড়িয়ে দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বললেন,' এলাকায় যথেষ্ট সময় দেন অগ্নিমিত্রা। ছট পুজোতেও তিনি নির্দিষ্ট কর্মসূচি নিয়েই আসানসোলে থাকবেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

VENKATESWAR  LAHIRI

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খুঁজে পাওয়া যাচ্ছে না! তৃণমূল-বিজেপির দুই তারকা জনপ্রতিনিধির 'নিখোঁজ' পোস্টার আসানসোলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল