TRENDING:

Birbhum News: ভিক্ষে করছিলেন পুলিশের বড় কর্তার অফিসের বাইরে, পরে জানা গেল মহিলা কে!

Last Updated:

মহিলার একটি ভিডিও করে নিজের পরিচিত অন্যান্যদের মতই রামপুরহাটের এক বাসিন্দা অর্পন নাগকেও পাঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: পুলিশ কমিশনারের অফিসের পাশে সামান্য খাবারের জন্য ভিক্ষে করছিলেন তিনি। সন্দেহ হয় এক পুলিশ কর্মীর। সঙ্গে করে তাকে অফিসের ভেতর নিয়ে যান। তার পরিচয় জানতে চেষ্টা করেন। তবে আদিবাসী ভাষায় কথা বলায় বুঝতে পারেননি কেউ। পরে জানা যায়, তিনি বীরভূমের বাসিন্দা। কলকাতায় এসে হারিয়ে গিয়েছেন।
advertisement

ট্রেনে করে কলকাতায় এক আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে গঙ্গা স্নান করতে বেরোন৷ পথঘাট ঠাওর করতে না পেরে হারিয়ে যান ৫৫ বছরের মানসিক ভারসাম্যহীন বীরভূমের বাসিন্দা আদিবাসি মহিলা বড় সোরেন। ঘটনাটি ঘটে পুজোর আগে। তারপর থেকে তার পরিবারের লোকজন ছুটেছেন এপ্রান্ত থেকে ও প্রান্ত, কিন্তু খালি হাতেই ফিরে এসেছেন সবাই।

advertisement

আরও পড়ুন Rabindranath Tagore: প্রমথনাথ বিশীকে লেখা কবিগুরুর ১৮টি চিঠি এবার তুলে দেওয়া হল বিশ্বভারতীর হাতে

জানা যায় বড় সোরেনের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার শোলগুরিয়া গ্রামে। সেই গ্রাম থেকেই তিনি হঠাৎ একদিন বেরিয়ে পড়েন পুজোর আগে এক আত্মীয় বাড়ি যাবেন বলে। এরপরে কেটেছে অনেক গুলোদিন। পুজোর পর তাকে আর খুঁজে পায়নি পরিবারের সদস্যরা। মহিলার তদন্তে অনেক খোঁজাখুঁজি করেছেন পরিবারের সদস্যরা তবে তাতেও কোনও লাভ হয়নি। অবশেষে হারিয়ে যাওয়া সেই মহিলার খোঁজ পাওয়া গেল কলকাতা পুলিশ ডেপুটি কমিশনের অফিসের এক সদস্যদের মারফত।

advertisement

View More

আরও পড়ুন Birbhum news তারাপীঠের নতুন দর্শনীয় স্থান, তারা মায়ের পাগল ছেলে বামাক্ষ্যাপার নামেই বামদেব ঘাটের প্রতিষ্ঠা

ডেপুটি কমিশনারের অফিসে কর্মরত সুবীর মণ্ডল নামে এক ব্যক্তিওই মহিলাকে অফিসের পাশেই সামান্য খাবারের জন্য ভিক্ষা করতে দেখতে পান। তখনই তিনি ওই মহিলার সঙ্গে কথা বলেন। তখন ওই মহিলা আদিবাসী ভাষায় কথা বলতে থাকেন। সেই ভাষা সুবীর বাবু বুঝতে না পারায় তাকে নিয়ে আসেন তাদের অফিসে সেখানেই ওই মহিলাকে তিন দিন রাখা হয়। এরপর তিনি ওই মহিলার একটি ভিডিও করে নিজের পরিচিত অন্যান্যদের মতই রামপুরহাটের এক বাসিন্দা অর্পন নাগকেও পাঠান।

advertisement

ভিডিও পাওয়ার পরে অর্পণ বিভিন্ন জায়গায় ওই মহিলার ছবি পাঠাতে শুরু করেন এমনকি রামপুরহাট থানায় ওই ছবি পাঠান যাতে ওই মহিলার নামে কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা সেই বিষয়ে জানার জন্য। অনেক খোঁজাখুঁজির পরে ওই মহিলার বাড়ির খোঁজ মেলে।বাড়ির সদস্যদের ডেকে কলকাতায় মহিলাকে তারপরিবারে হাতে তুলে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ভিক্ষে করছিলেন পুলিশের বড় কর্তার অফিসের বাইরে, পরে জানা গেল মহিলা কে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল