মৃত আনোয়ারা বিবি মোল্লার স্বামী মারা গেছে কয়েক বছর আগে। তার দুটি সন্তান , একটি ছেলে এবং একটি মেয়ে , মেয়েটি মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করে এবং ছেলে কলকাতায় কর্মসূত্রে থাকে।
advertisement
গত তিন দিন আগে শেষ মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল ছেলে নয়ন মোল্লার । তারপর থেকে মায়ের সঙ্গে আর কোনওরকম যোগাযোগ করতে পারছে না ছেলে । তিন দিন কেটে গেলেও মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে গতকাল রাতে ছেলে নয়ন মোল্লা রাতে বাড়ি ফেরে । বাড়িতে ফিরে এসে দেখে বাইরে দিয়ে তালা দেওয়া । একটি জানলা ফাঁকা করে দেখে খাটের উপর কাপড় চাপা দেওয়া অবস্থায় মা পড়ে আছে এবং দুর্গন্ধ বেরোচ্ছে।
নয়ন তৎক্ষণাৎ এলাকার মানুষকে খবর দেয় এবং বসিরহাট থানাতেও খবর দেওয়া হয়। বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে দেহটি উদ্ধার করে । দেহটিতে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ আছে বলে জানিয়েছে তার পরিবার। কুপিয়ে খুন করা হয়েছে বলেই দাবি তার পরিবারের ।
মৃতার ছেলে নয়ন মোল্লা বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ তদন্ত নেমেছে । আজ মঙ্গলবার বসিরহাট হাসপাতালে মৃত আনোয়ারা বিবি মোল্লার ময়নাতদন্ত হবে ।
অনুপম সাহা