অভিযোগ, বহু বছর আগে শীবনগর এলাকার নাসিরউদ্দিন শেখের পরিবারের থেকে চার বিঘা জমি দখল নেই শীবনগর এলাকারই রাফিকুল সেখের বাবারা। তারপর থেকে ঐ জমিতেই চাষ আবাদ করতেন রাফিকুল।
আরও পড়ুন: নিজের গয়না বেচে দরিদ্রদের মুখে ভাত তুলে দিচ্ছেন, কুর্ণিশ কাটোয়ার কাজুলীকে
এমনকি নাসিরউদ্দিন কোর্টে ঐ জমির উপরে মামলাও করে। তবুও ছিনিয়ে নিতে পারেনি। অবশেষে ঐ চার বিঘা জমি শীবনগর এলাকারই নাফিজুলদের বিক্রি করে দেয়। হঠাৎ করে ঐ চার বিঘা জমির কলা গাছে কিটনাশক স্প্রে করে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে। আর ঐ অভিযোগ তুলছে স্থানীয় দুস্কৃতী বিল্লাল সেখ সহ নাফিজুল, বুলু, রাকেশ, হাসান সেখেদের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন: অন্য রাজ্য থেকে এসে বাংলায় ঘটিয়েছিল ‘কাণ্ড’! ডায়মন্ড হারবারে মারাত্মক ঘটনা, শেষরক্ষা হল না
যদিও ঐ অভিযোগ অস্বীকার করেন বিল্লাল শেখ। এই ঘটনা অস্বীকার করে পাল্টা অভিযোগকারী রাফিকুলের বিরুদ্ধেই অভিযোগ করেন অভিযুক্তরা। তাদের দাবি, ষড়যন্ত্র করে ঐ জমি বেআইনিভাবে দখল করে রাখতে চাইছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে রাতের অন্ধকারে কারা এই কীটনাশক স্প্রে করল তারও তদন্ত শুরু করেছে পুলিশ।