তার বাড়ি ওই এলাকাতেই। মেয়েটির দিদিমার অভিযোগ, বিকেলে বাইরের কাজ থেকে ফিরে বাড়িতে ঢুকে দেখেন নাতনি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পরে জানাজানি হতে এলাকায় পৌঁছায় ডেবরা থানার পুলিশ। এসডিপিও, সিআই, ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। নাবালিকার দিদা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন: মাছের চেম্বারে নামলেন ৭ জন, সেখানেই ৫ বাঙালির মর্মান্তিক মৃত্যু! শিউরে ওঠা ঘটনা...
advertisement
ছেলেটি বর্তমানে পলাতক। যদিও এ বিষয়ে ছেলের বাড়ির লোক কিছুই জানেন না বলে দাবি। আর এই নিয়ে ফের শুরু রাজনৈতিক চাপানউতোর। ফের মাঠে নেমেছে বিজেপি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের অভিযোগ, রাজ্যে ধর্ষণের মহামারী লেগে গিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের সাপোর্ট করেন, সেখানে আমরা প্রতিবাদ জারি রাখবই। ধামাচাপা হতে দেব না। তার পালটা জবাব দিয়েছে তৃণমূলও। এই ঘটনায় মঙ্গল মান্ডির খোঁজ চালাচ্ছে পুলিশ।