TRENDING:

Kidnapping Case : বাড়ির মেয়ে গিয়েছিল পড়তে, ২ বছর ফেরেনি! অবশেষে যা জানা গেল, পুলিশও অবাক

Last Updated:

Human Trafficking- বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়েছিল নবম শ্রেণির ছাত্রী। তার পর আর সে বাড়ি ফেরেনি। দুবছর পর অবশেষে রাজস্থান থেকে তাকে উদ্ধার করল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়েছিল নবম শ্রেণির ছাত্রী। তার পর আর সে বাড়ি ফেরেনি। দুবছর পর অবশেষে রাজস্থান থেকে তাকে উদ্ধার করল পুলিশ। তাকে কি সেখানে পাচার করে দিয়েছিল দুষ্কৃতীরা? তার মতো পাচার হয়েছে আরও অনেক নাবালিকা? খতিয়ে দেখছে সিবিআই।
দু বছর পর রাজস্হান থেকে রায়নার নাবালিকাকে উদ্ধার করল সিবিআই, গ্রেফতার পাঁচ
দু বছর পর রাজস্হান থেকে রায়নার নাবালিকাকে উদ্ধার করল সিবিআই, গ্রেফতার পাঁচ
advertisement

নাবালিকা নিখোঁজ ঘটনার কিনারা করতে সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তদন্তে নেমে অবশেষে নিখোঁজ নাবালিকাকে রাজস্থান থেকে উদ্ধার করলো সিবিআই।নিখোঁজ হওয়ার প্রায় দু’বছর পরে রায়নার খালেরপুলের নিখোঁজ নাবালিকাকে রাজস্থানের পালি থেকে উদ্ধার করল সিবিআই।

আরও পড়ুন- উত্তরে প্রবল বৃষ্টি, হতে পারে ভূমিধসও, দক্ষিণেও বৃষ্টি থেকে রেহাই নেই!কোন কোন জেলায় বৃষ্টি

advertisement

এই ঘটনায় সিবিআই পাঁচজন-কে গ্রেফতার করেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এক ধৃতের বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।সিবিআই মনে করছে, এই ঘটনা একটি বড় মানব পাচারের অংশ। ধৃতরা সেই চক্রে যুক্ত। এই খবর পাওয়ার পরে রায়নার খালেরপুলের নাবালিকার পরিবার-পরিজনরা খুবই খুশি। মেয়ে কখন ফিরবে,সেই দিকে তাঁরা তাকিয়ে রয়েছেন।

advertisement

সিবিআই অভিযুক্ত হিসেবে ভরত কুমার, জগদীশ কুমার, মিনা দাপুবেন, রতা রাম ও দিলীপ কুমারকে গ্রেপ্তার করা করেছে। শনিবার ধৃতদের রাজস্থানের পালি জেলার মারওয়ার আদালতে পেশ করা হয়। ওই নাবিলাকেও আদালতে হাজির করে সিবিআই। বিচারক তিন দিনের ‘ট্রানজিট রিমান্ডে’ অভিযুক্তদের পূর্ব বর্ধমানের জেলা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের নির্দেশে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে সিবিআই তদন্ত করছে। নাবলিকা ২০২৩ সালের ৯ অগস্ট নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রথমে রায়না থানার পুলিশ, পরে সিআইডিও এই মামলার তদন্ত করেছিল। কিন্তু তারা নাবালিকার খোঁজ দিতে পারেনি বলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এক পরিজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

তিনি দাবি করেছিলেন, সেই দাবি আদালত মঞ্জুর করেছিল। সিবিআই সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধেয় গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবলিকা। নবম শ্রেণির ওই ছাত্রী তারপর থেকে বাড়ি ফেরেনি। অবশেষে তার খোঁজ মিলল দুবছর পর।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kidnapping Case : বাড়ির মেয়ে গিয়েছিল পড়তে, ২ বছর ফেরেনি! অবশেষে যা জানা গেল, পুলিশও অবাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল