গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জিআরএসই) এই কাজে সহযোগিতা করবে। এ জন্য প্রতিরক্ষা মন্ত্রক ২৫ হাজার কোটি টাকার বরাত দিচ্ছে তাদের। সরকারি ভাবে চুক্তিসইয়ের পরেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানান হবে কত দিনের মধ্যে এই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তৈরি হবে। বিষয়টির গোপনীয়তার কথা মাথায় রেখে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি জিআরএসই।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের জলপথে বাংলাদেশি জাহাজ, ক্ষতি হচ্ছে নদীবাঁধের! ক্ষুব্ধ এলাকাবাসী
দীর্ঘদিন ধরেই ভারতীয় নৌবাহিনীকে যুদ্ধজাহাজ এবং অন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে গার্ডেনরিচ। সংস্থার তৈরি ১১১টি জাহাজ আগেই ব্যবহার করেছে ভারতীয় নৌ-বাহিনী, কোস্ট গার্ড এবং ভারতের সহযোগী দেশগুলি। এই প্রেক্ষাপটে এনজিসি (নেক্সট জেন করভেটস) তৈরির উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যায়েই ‘এনজিসি’-র অংশ হিসেবে দেশে প্রথমবার তৈরি হবে ‘গ্রিন ওয়ারশিপ’। যা পরিবেশের ভারসাম্য বজায় রেখে রাতদিন কাজ করবে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এনজিসি প্রোগামের অন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হল দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও মজবুত করা। সূত্রের দাবি, এই প্রকল্পের মাধ্যমে জলপথে ভারতের নিরাপত্তা মজবুত করার পাশাপাশি জলে ভাসমান অবস্থায় আকাশপথের নিরাপত্তাকেও মজবুত করা হবে ইন্টিগ্রেটেড অপারেশনের মাধ্যমে। বর্তমানে গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হচ্ছে ভারতীয় নৌ-বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ারহেড। এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য হলো, চারটি নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল, তিনটি অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট (এক ধরনের যুদ্ধজাহাজ) এবং আটটি সাবমেরিন প্রতিরোধী যুদ্ধজাহাজ। এই সবগুলিই প্রতিরক্ষাক্ষেত্রে দারুন কাজে দেবে।
নবাব মল্লিক